ভালোবাসা

2909

দূরে গেলে মায়া বাড়ে
ভালোবাসা হয় আরও গভীর অনুভব।
কাছে থেকেও কখনো কখনো
মন পাওয়া যায় না – জানা যায় না মনের গভীরতা।

ভালোবাসা এমন এক কয়েন,
যার একপাশ অপর পাশ থেকে বিপরীত থাকে।

1 thought on “ভালোবাসা

  1. ভালোবাসা এমন এক কয়েন,
    যার একপাশ অপর পাশ থেকে বিপরীত থাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।