কবুল বলা

index কবুল

কবুল বলার সাথে সাথে
অধিকার অহংকার হয়েছে;
অথচ ভালবাসা বুঝে না?
ক্ষমতার জুড়িয়ে দখল করতে
চায় সবকিছু কিন্তু মনের উপর
কাবিল নামার অধিকার চলে না;
অতঃপর ভালবাসা বুঝো- নিবিড়
ভাবে- যাহা জোছনা রাত হয়!
ভোরের শিশির স্নিগ্ধ বয়- এভাবেই
একদিন কবুলের অধিকার রয়।

১৮আষাঢ় ১৪২৯, ০২জুলাই’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “কবুল বলা

  1. অতঃপর ভালবাসা বুঝো- নিবিড়
    ভাবে- যাহা জোছনা রাত হয়!
    ভোরের শিশির স্নিগ্ধ বয়- এভাবেই
    একদিন কবুলের অধিকার রয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অশেষ ধন্যবাদ মুরুব্বী দা

      ভাল ও ‍ সুস্থ থাকবেন

  2. বেশ অতুলনীয় উপস্থাপন
    ভীষণ ভালো লাগলো

    1. জি কবি মহী দা
      সত্যই কমেন্টে অনেক প্রেরণা পেলাম 
      ভাল ও সুস্থ থাকবেন———

  3. অতি সুন্দর বলেছেন কবি দা!

    মুগ্ধতা ও শুভ কামনা রইল!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অশেষ ধন্যবাদ জানাই কবি দা

      ভাল ও সুস্থ থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।