কবুল বলার সাথে সাথে
অধিকার অহংকার হয়েছে;
অথচ ভালবাসা বুঝে না?
ক্ষমতার জুড়িয়ে দখল করতে
চায় সবকিছু কিন্তু মনের উপর
কাবিল নামার অধিকার চলে না;
অতঃপর ভালবাসা বুঝো- নিবিড়
ভাবে- যাহা জোছনা রাত হয়!
ভোরের শিশির স্নিগ্ধ বয়- এভাবেই
একদিন কবুলের অধিকার রয়।
১৮আষাঢ় ১৪২৯, ০২জুলাই’২২
অতঃপর ভালবাসা বুঝো- নিবিড়
ভাবে- যাহা জোছনা রাত হয়!
ভোরের শিশির স্নিগ্ধ বয়- এভাবেই
একদিন কবুলের অধিকার রয়।
অশেষ ধন্যবাদ মুরুব্বী দা
ভাল ও সুস্থ থাকবেন
বেশ অতুলনীয় উপস্থাপন
ভীষণ ভালো লাগলো
জি কবি মহী দা
সত্যই কমেন্টে অনেক প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন———
অতি সুন্দর বলেছেন কবি দা!
মুগ্ধতা ও শুভ কামনা রইল!
অশেষ ধন্যবাদ জানাই কবি দা
ভাল ও সুস্থ থাকবেন——–