এ-ই যে শুক্রবারের বিষণ্ণ বিকেল
একলা কাটে দূরের শহরে।
ছলছুতো করেও হোক একদিন তুমি
আসো আমার কাছে।
আমি সর্বস্ব হারিয়ে গেঁথে যাবো তোমার ভিতরে।
তবুও যদি বুঝাতে পারি এটুকু যে,
দূরে থাকা মানুষের আপাদমস্তক বিরহ শোক !
আমি চাই
ছলছুতো করেও হোক তুমি আসো – দেখো।
এতদিনের জমিয়ে রাখা অভিমান
দু’ এক ফোঁটা অশ্রু হয়ে ঝরে পড়ুক আমার বুকে।
আমি চাই
ঘন কুয়াশার রাত চোখেমুখে অপার সৌন্দর্যধারা
একটা বৃষ্টি ভেজা দিন
ঝমঝম বৃষ্টির শব্দে ঠোঁটের কাছে ঠোঁট
সদ্য স্নান সারা ভেজা চুলের ঘ্রাণ ঘর ভরে থাকুক।
আমি চাই
অনুরাগে ঝরে পড়া চোখের জলে
রুমালে নয় শাড়ির আঁচলে মুছে দিক।
আমি চাই
ছলছুতো করেও হোক তুমি আসো একদিন।
আমি চাই
ঘন কুয়াশার রাত চোখেমুখে অপার সৌন্দর্যধারা
একটা বৃষ্টি ভেজা দিন
ঝমঝম বৃষ্টির শব্দে ঠোঁটের কাছে ঠোঁট
সদ্য স্নান সারা ভেজা চুলের ঘ্রাণ ঘর ভরে থাকুক।
আমাকে রোমাঞ্চিত করলো লেখা । মাধুর্যমণ্ডিত ও সুপ্রসন্ন লেখনী ।