সময়গুলোকে বুড়ো ভেবো না, টেনে এনো না জরা জীর্ণতা,
চাই না মন বাড়িতে আসুক ভালোবাসার দৈন্যতা,
আমি চাই উচ্ছল থাকি, তুমি থাকো গুটিয়ে,
এসো প্রেম গাছে হাজার গোলাপ ভালোবাসার জলে নেই ফুটিয়ে।
অযথাই বুড়ো ভেবে, মন রঙগুলো ধুলায় মিশাও,
আবোল তাবোল ইচ্ছেদের গাঙের জলে ভাসাও,
হাসি ঠাট্টা ভুলে গিয়ে, মুখ অমাবশ্যা বানিয়ে রাখো,
কেবলই জরা জীর্ণতার তুলিতে মুখ ক্যানভাসে বিষাদই আঁকো।
এই শুনো না, মন করে নাও ঊনিশ কুড়ি,
আমি হতে চাই না সহজেই বুড়ী
আমাদের প্রহরগুলো হোক প্রজাপতির মত,
ভালোবাসা ছুঁয়ে হাসি গানে মেতে থাকি অবিরত।
বুড়ো সেজে লাভ কী, মন যেন বিরান হাওয়ার মাটি
এমন জীবন নয় সুখে পরিপাটি,
চাই না হাসিগুলো অবেলা যাক মরে,
সুর হাসি ঠাট্টার কলরব চাই হরদম মন ঘরে।
ঝরে যে যাব সেতো জানি,
শুনিয়ো না আর তত্ত্ব কথার বাণী,
আমি চাই না চেহারায় বুড়ো ভাব আনতে, গম্ভীর হতে,
তুমি যাও, বুড়ো হও, হাঁটো উলটা পথে।
এই… তোমার সামার সময়গুলো হয়ে থাক খঞ্জনা,
মনের আকাশে সুখেই হোক ওড়াউড়ি, সুখ কী! বুঝো না?
আমি মনটাকে রাখতে চাই কুড়ি, তাই হোক তোমারও,
সহজ হও, নরম হও এই বুড়ো, হয়ো না বুমারু।
আমি মনটাকে রাখতে চাই কুড়ি, তাই হোক তোমারও,

সহজ হও, নরম হও এই বুড়ো, হয়ো না বুমারু।
আমাদের সময়গুলো কুড়ি হয়েই থাকুক। কবির জন্য শুভকামনা থাকলো।