মাদুলী ও বৃক্ষমাটি

qBS

মাটির নীচ থেকে পাওয়া মাদুলী’টি হাতে নিয়ে দেখি
তাতে কারো নাম লেখা। দেখি-এটি একদিন যে কারও
গলায় ছিল, সেই কন্ঠদাগও লেগে আছে রূপোর গায়ে।

আমি বৃক্ষের শিথান থেকে পৈথানে যাবার জন্য উঠে
দাঁড়াই। এ বৃক্ষটি গতরাতেই কেটে গেছে কেউ! তার
প্রশাখাগুলো সাক্ষী দিচ্ছে, এই বন দিয়ে হেঁটেছে করাত।

আমি করাতের দাঁতগুলো কল্পনা করার চেষ্টা করি।
দেখি- একটি কঙ্কাল এসে দাঁড়িয়েছে আমার সামনে।
এবং বলছে, যে তুমি যাদু-টোনা জানো না, তার আবার
প্রেমপতি হবার দরকার কী ! কী দরকার মাটি খুঁড়ে
খোঁজার- কারও কররেখা ! আমি মাদুলী’টি নদীতে
ছুঁড়ে দেবো বলে পথ হাঁটি। একটি ছায়া আমার পথ আগলে দেয়।

3 thoughts on “মাদুলী ও বৃক্ষমাটি

  1. কী দরকার মাটি খুঁড়ে
    খোঁজার- কারও কররেখা ! আমি মাদুলী’টি নদীতে
    ছুঁড়ে দেবো বলে পথ হাঁটি। একটি ছায়া আমার পথ আগলে দেয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. চমৎকার লিখেছেন, কবি। শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।