একটি গোলাপ দিয়ো আমায়

2920

একটি গোলাপ দিয়ো আমায়
বইয়ের পাতায় রাখবো,
স্মৃতির পাতায় চুপটি বসে
ভালোবাসা আঁকবো।

গোলাপ পাপড়ি দিয়ো বন্ধু
আমার হাতে তুলে
বইয়ের পাতায় রেখে দেবো,
ঘ্রাণ নেবো সে ফুলে।

মনটা আমার উদাস ভারী
ফুল উপহার দিয়ো,
হয়ে যেয়ো একটি দিবস
প্রাণের চেয়ে প্রিয়।

প্রিয় বন্ধু শুনো কথা
গোলাপ দিয়ো আমায়,
ছন্দ দিয়ো ভালোবেসে
আমার কাব্যনামায়।

কেমন যেন বিষণ্ণ খুব
চুপটি বসে আছি,
ইচ্ছে করে তোমায় বাঁধি
দিয়ে প্রেমের কাছি।

ফুল উপর দিয়ো বন্ধু
দিয়ো বকুল বেলী,
আর যেয়ো না আমায় তুমি
একটু অবহেলি।

দিয়ো আমায় বেলীর মালা
দিয়ো ফুলের বালা,
আর মেরো না ঠোঁটে তোমার
শক্ত লোহার তালা।

কথা বলো আমার সঙ্গে,
মুখে মিঠে বুলি,
দাও না এঁকে ভালোবাসা
দিয়ে প্রেমের তুলি।

1 thought on “একটি গোলাপ দিয়ো আমায়

  1. গোলাপ পাপড়ি দিয়ো বন্ধু
    আমার হাতে তুলে
    বইয়ের পাতায় রেখে দেবো,
    ঘ্রাণ নেবো সে ফুলে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।