চারটা উদ্ধৃতি

3018t

১.
জীবন নানাবিধ নাটকীয়তায় ভরপুর যদিও এর স্থায়িত্ব সংকীর্ণ, হ্যাঁ, সংকীর্ণ এই জন্যই বলছি যে সবকিছুর একটা গন্তব্য রয়েছে যেখানে এসে সেই নাটকের শেষ হয়। তবে এখানে নিখুঁত অভিনেতারাই তাদের গুরুত্বপূর্ণ অভিনয় দিয়ে সংকীর্ণ রূপরেখা থেকে বেরিয়ে আসতে পারে।

২.
দুঃখ হলো মানব জীবনের সবচেয়ে ব্যক্তিগত জায়গা দুঃখ কারো জীবনে গোপন থাকে কারো জীবনে প্রকাশ্য।

৩.
শরীর দেখিয়ে নারীরা উপরে উঠতে পারে যেখানে আত্মসম্মান নেই কিন্তু তাদের সেই চলন্ত যাত্রা সিঁড়ি বিহীন পথের মতোই দুর্ধর্ষ একবার সেখান থেকে পড়ে গেলে আর ওপরে ওঠার কোন সুযোগ নেই। শেষ পর্যন্ত তারা ব্যবহার হতে থাকে। কিন্তু নারীর ক্ষেত্রে এই ব্যাপারটা হাতে গনা হলেও সংখ্যার দিক দিয়ে নেহায়েত কম নয়। দেখে দেখে পদক্ষেপ নেওয়া সেই সমস্ত প্রকৃত নারীদেরকে এই ব্যাপারটায় জড়াচ্ছি না তবে যারা বিবেচনা হীন পথ বেছে নেয় এই কথাটি তাদের জন্যই সীমাবদ্ধ।

৪.
আমাদের সমাজে নারীর পাশাপাশি পুরুষ বেশ্যার সংখ্যাও অনেক তবে নারীকে আত্ম সম্মান হীন হয়ে বেঁচে থাকতে হয় পুরুষের ক্ষেত্রে টোটালি আলাদা। আসলে আমাদের এই সমাজ কিংবা রাষ্ট্রে পুরুষের সকল অপরাধের মাঝে শিথিলতা বিদ্যমান; নারীর সম্মান গেলে পুরুষের আত্মসম্মানে চির ধরে অথচ আমাদের এই সংকীর্ণ সমাজে একজন পুরুষ নিকৃষ্ট অপরাধ করলেও সেখানে পুরুষের আত্মসম্মান নষ্ট হওয়ার কোন বালাই নেই কারণ আমাদের সমাজ রাষ্ট্র পরিচালিত হয় পুরুষের নিকৃষ্ট মনস্তাত্ত্বিক ভাবনা দ্বারা যেখানে প্রকৃত সত্যের কোন স্বরূপ নেই।

1 thought on “চারটা উদ্ধৃতি

  1. দুঃখ হলো মানব জীবনের সবচেয়ে ব্যক্তিগত জায়গা।
    দুঃখ কারো জীবনে গোপন থাকে কারো জীবনে প্রকাশ্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।