কিছু হতাশা মন ছুঁয়ে থাকে

pa

হতাশাদের যায় না করা বিদায়, ছুঁয়ে থাকে মন,
কোলাহল আর ভাল্লাগে না, আমি খুঁজি নির্জন;
কেন জানি না কিছু নিরাশা এসে বুকে বাঁধে বাসা;
আর সেইসময়গুলো থাকে বিষাদে ঠাসা।

আমার ভালো লাগে না, বসে না মন কাজে,
এবেলা আমার যাচ্ছে তাই সময়, কাটছে বাজে,
কিছু দীর্ঘশ্বাস ওঠে বক্ষ ফুঁড়ে,
ভাবি বসে সুখগুলো কী তবে বহুদূরে।

কেমন যেন নিস্তেজ দেহ, চোখের নিচে কালির ছাপ
আমি টের পাচ্ছি বুকের বামে হতাশার উত্তাপ;
যায় না দূরে সরানো, মন হয় না আর ভালো;
নিতে চাই না স্ট্রেচ, তবুও কিছু বিষাদ এসে
মনের বাড়ী করে দিচ্ছে কালো।

ইচ্ছে হয় কাঁদি খুব কাঁদি, অথচ কান্নার কই স্থান?
এবেলা বুঝি সুখগুলো আমায় ছেড়ে করেছে প্রস্থান।
দিনদুপুরে বসে আছি চুপ, কাজগুলো আছে পড়ে,
আমার বসবাস এখন বেদনার বালিচরে।

চাই না হতাশা পুষি বুকে, নিরাশারা ঝাপটে ধরুক চাই না,
আশার আলো তো চোখের সম্মুখ আর দেখতে পাই না।
জানি হতাশারা চলে যাবে খানিক বাদে দূর;
তবুও তো মনে নিরাশা জমা হয় সাত সমুদ্দুর।

পারি না কিছুই সামলাতে, না সংসার, না সন্তান
মনের উঠোনে তাই পারি না বাজাতে আনন্দ কলতান
কেমন করে যেন মুহুর্মুহু হতাশার সমুদ্দুরেই হই নিমজ্জিত,
কিছু না পারার জন্য আমি জীবনের কাছে বড্ড লজ্জিত।

2 thoughts on “কিছু হতাশা মন ছুঁয়ে থাকে

  1. ইচ্ছে হয় কাঁদি খুব কাঁদি, অথচ কান্নার কই স্থান?
    এবেলা বুঝি সুখগুলো আমায় ছেড়ে করেছে প্রস্থান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।