যুদ্ধ কোনো কবিতা নয়

দু’ একটি বর্ণচোরা অপাংক্তেয় শব্দ…..
আজ হঠাৎ কমরেড হয়ে উঠতে চাইছে…
ওরা এমনই ভয়ংকর যে,
কোনোপ্রকার বুলেট-বোমার ধার ধারে না!
কালবৈশাখী ঝড়ের মতো সত্যকে সত্য বলে
টাইফুনের মতো মিথ্যাকে মিথ্যা বলে!!

অথচ সত্যবাদীকে কেউ কেউ বলে থাকেন
সম্ভবতঃ তাকে পাগলা কুত্তা কামড়াইছে,
তা না হলে এইভাবে কেউ নির্লজ্জের মতো
সত্য বলে!!

অতঃপর….
পর্দার অন্তরালে থেকে মিথ্যাবাদীরা তখন
মুচকি হাসতে হাসতে মঞ্চের দিকে হেঁটে চলে!

একটি কবিতার জন্মের জন্য যদি একটি
যুদ্ধ না হয়
তাহলে সে কবিতা, কতোটা কবিতা হয়??

তবুও আমার মতো নিরীহ, নিভৃতচারী কবি
বলতে চায়….
যুদ্ধ কোনো কবিতা নয়
যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়…নয় নয়!!

2 thoughts on “যুদ্ধ কোনো কবিতা নয়

  1. যুদ্ধ কোনো কবিতা নয়
    যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়…নয় নয়!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।