এই যে আমি ভিজে যাচ্ছি বিরহের জলে, রেখেছিলে খোঁজ,
এই যে আমি বন্দি তোমার মনের বাহিরে, করছো হেলা রোজ
এই যে আমি তোমার মনের তালা পারছি না খুলতে,
পারো তো বাপু একটুখানি মনের পর্দা তুলতে?
মন তোমার লোহা কী? তাহলে জং ধরে আছে, মন খুলো,
বিগত যত দ্বিধা, ঝগড়া ফ্যাসাদ এবার ভুলো,
কী এক কুহেলিকা মন বাড়িতে তোমার ঘুরে,
কই তুমি কিনা আমায় নিয়ে যাবে সুখ আকাশে ওড়ে!
তা না, কেবল মন পাখিটারে রাখলে বন্দি মন পিঞ্জরে,
বিতৃষ্ণায় আমার চোখে কেবল জল ঝরে
তুমি তাকাও না ফিরে, চলছো তো চলছোই তোমার পথে,
একবার তো মিলাও মত আমার মতামতে।
সময়গুলো কী নয় মূল্যবান?
এসো ভালোবাসি সময় জানাই আহবান;
কত আর থাকবে নিজের মাঝেই আটকে? বেরিয়ে এসো নিজ গণ্ডী হতে
এই যে বাড়িয়ে দিলাম মন, উঠো ভালোবাসার রথে।
তুমি পাখি আমার ডানা ভেঙ্গে পাচ্ছো যে কী সুখ
প্রেমের দাওয়া দাও, সুস্থ করো মনের অসুখ;
বুকের নদীতে প্রেমের জল, ঢেউয়ে ঢেউয়ে ভাঙ্গছে মনের পাড়,
এসো তুমিও ঢেউ তুলো…..ভাঙ্গনের নয়, প্রেমের তোলপাড়।
আমরা জোড়া পাখি হই, বন্দি হই দুজন দুজনা মনে,
বসে ভাগবাটোয়ারা করি দুঃখ সুখ বসে নির্জনে;
তুমিই বলে যাবে শুধু, তুমিই জিতবে শুধু, এ হয় না
এ করে করে সময় তো আর আমাদের ছুঁয়ে রয় না।
কান পেতে শুনো সময়ের চলে যাওয়ার আওয়াজ,
এসো একটি ডালে সুখ পাখি হই, বসে থাকি নিরবে আজ
ভাল্লাগে না এত ব্যস্ততা, এত ছলচাতুরী, এত দ্বিধাদ্বন্দ্ব,
মনের খাতায় তুলতে পারছি না বন্ধু ভালোবাসার ছন্দ।
এসে বলে দাও ভালোবাসি, বলো তুমি আমার কোকিল টিয়া,
বলো… এসো মন পিঞ্জরে বন্দি করি, সুখি হই তোমায় নিয়া;
আমিও যদি এভাবেই ভালোবাসি বলে দেই অকপটে,
আমার ছবিটা আঁকবে বন্ধু মনের পটে?
এসো মন পিঞ্জরে বন্দি করি, সুখি হই তোমায় নিয়া;
আমিও যদি এভাবেই ভালোবাসি বলে দেই অকপটে,
আমার ছবিটা আঁকবে বন্ধু মনের পটে?
বিরহের জলে ভিজে যাচ্ছি– চমৎকার কবি আপু
ভাল থাকবেন———-