এই জানালা সব সময় দেখি,
বাইরের ঐ সবুজ দিগন্ত তাও।
এই ঘর, এই বারান্দা সব কিছুই,
যখনই সময় পাই, তখনই দেখি।
এখানে একটি আশার আলো আছে,
আছে স্বর্গীয় এক অনুভূতি।
অনেক দিন হলো জানালা দেখি না,
ঐ ঘর, ঐ বারান্দা কিছুই না।
এখন সময় গুলোতে সময় জমেছে,
সেই সময়ে অন্য সময় ভর করেছে।
এখন সময় গুলোতে সময় জমেছে,
সেই সময়ে অন্য সময় ভর করেছে। — সময়।