মনের আকাশে ওড়ে না সুখ পাখিটা

312

মেঘলা হয়ে রয় মনের আকাশ
ক্ষণে ক্ষণে বেহুদা দীর্ঘশ্বাস
ভাল্লাগে না আর, কী জানি বিপদ আসছে এগিয়ে
সময় আমার স্বস্তিগুলো দিচ্ছে মহুর্মুহু ভাগিয়ে।

চাই না মন আকাশে কালো মেঘ জমুক
বৈরী হাওয়া উড়িয়ে নিক বর্তমানের সুখ;
কী জানি কেমন যেন লাগছে হাঁসফাঁস
কালো মেঘে ঢেকে যাবে বুঝি মন আকাশ।

যেন বাজ পড়েছে, মনে তুমুল বিষাদের আওয়াজ
চারিদিকে গুনগুন শুনি বিষণ্ণতার কুচকাওয়াজ
আমার বুঝি আর থাকা হবে না ভালো,
সহসা নিভে যাবে মন আকাশে দিনের আলো।

কে জানি অপেক্ষায় আছে আমাকে দেবে ফাঁসিয়ে
কর্মের ভিতরে ঠেলে দেব, ব্যস্ততা নেবে ভাসিয়ে
আমি আর কবিতার বুকে দিতে পারবো না শব্দ তুলে,
আমার ছন্দময় জীবন আমি যাবো ভুলে।

মনের তারে কু সুর
মনে হয় সম্মুখে আসছে ব্যথার সমুদ্দুর;
কূলহীন আসি সাঁতরে পাবো না আর কূল,
সুখে থাকা, সুখ পুষা বুকে সবই ভুল ভুল।

মন আকাশের রঙ এখন বিবর্ণ,
স্বপ্নগুলো হতে যাচ্ছে চূর্ণ;
আমি ফেঁসে যাবো নতুন কর্মের বেড়াজালে,
আর উড়বে না ছন্দ হাওয়ার তালে তালে।

.
(স্যামসাং এস নাইন প্লাস, পীঁরেরগাঁও, চুনারুঘাট হবিগঞ্জ)

3 thoughts on “মনের আকাশে ওড়ে না সুখ পাখিটা

  1. মনের তারে কু সুর
    মনে হয় সম্মুখে আসছে ব্যথার সমুদ্দুর;
    কূলহীন আসি সাঁতরে পাবো না আর কূল,
    সুখে থাকা, সুখ পুষা বুকে সবই ভুল ভুল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।