কবিতা

তুমি চলে যাবার আগে
বলে যেও…!
আমার থেকে দূরে কোথায় যাবে
সেই ঠিকানা দিও…!

একটি দিন
হাজার দিনের সমা।
একটি রাত
হাজার রাতের সমান।

এইটুকু স্মৃতি আমার কাছে
রেখে যেও..!

2 thoughts on “কবিতা

মন্তব্য প্রধান বন্ধ আছে।