তুমি চলে যাবার আগে
বলে যেও…!
আমার থেকে দূরে কোথায় যাবে
সেই ঠিকানা দিও…!
একটি দিন
হাজার দিনের সমা।
একটি রাত
হাজার রাতের সমান।
এইটুকু স্মৃতি আমার কাছে
রেখে যেও..!
তুমি চলে যাবার আগে
বলে যেও…!
আমার থেকে দূরে কোথায় যাবে
সেই ঠিকানা দিও…!
একটি দিন
হাজার দিনের সমা।
একটি রাত
হাজার রাতের সমান।
এইটুকু স্মৃতি আমার কাছে
রেখে যেও..!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতায় একরাশ শুভেচ্ছা রইলো কবি সুজন হোসাইন।
বেশ আবেগময় কাব্যিক কবি