এমন শতাব্দী অবতরণ করল, গলা ছেড়ে
গান গাওয়া মুশকিল, জাগিয়ে রাখে
শাদা মোমের নিচে রুপালি পোকা, আন্ধার;
ডানা মেলাও পাখি, প্রেমে অবতীর্ণ এক
বিজ্ঞাপনের আলোয় লাবণ্যমুদ্রিত মুখ
তোমার এই সবুজ দুয়োরে করুক বৃক্ষ;
জাদুর ডানায় ভরে যাবে আগুন, রাত্রি-
যতটুকু বাড়ুক-শীতের বর্ণনাহীন ছিঁড়ে
বাঁক পড়া সুর কেবল ঝোঁকের সঙ্গে
এই যাত্রা হবে গাঢ়, গভীর মার্জিনে
হল্কার বাজি আহ! ফুল, এখানে অবশিষ্ট
মুষল বৃষ্টি-উড়বার চর্চায় ফিতে কাটা রোদ
বয়ে বয়ে জন্ম দেয় ততকাল রঙিন পথ
না হয় ফাঁসিকাঠে প্রথম গল্প শোনাবে…
ফুল, এখানে অবশিষ্ট
মুষল বৃষ্টি-উড়বার চর্চায় ফিতে কাটা রোদ
বয়ে বয়ে জন্ম দেয় ততকাল রঙিন পথ
না হয় ফাঁসিকাঠে প্রথম গল্প শোনাবে…