একদিন পাখি হয়ে যাই ইচ্ছে

32

পাখির চোখে মর্ত্য দেখি ইচ্ছে, ইচ্ছে ডানা মেলি,
উপর হতে দেখি কেমন করে ফুটে জুঁই বেলি,
ইচ্ছে হয় পাখির ডানায় আকাশ ছুঁয়ে আসি,
মেঘের ভেলায় ইচ্ছে শুয়ে শুয়ে ভাসি।

কী সুন্দর মেঘ, সাদা ডানায় উড়ে বেড়ায় দিনভর,
আহা আকাশ জমি আল্লাহর নিয়ামতে উর্বর,
যদি পাখি হতাম, নিয়ামত ছুঁয়ে আসতাম,
ইচ্ছে করে আল্লাহর দয়ার ভেলায় যদি ভাসতাম।

নীল যেন সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায় আকাশে,
আর আকাশ যেন ব্যস্ত বুকে তার স্বপ্ন চাষে,
ভালো লাগা আমায় যায় ছুঁয়ে,
কত মুগ্ধতা এসে এবেলা চোখে পড়ে নুয়ে।

আমি পাখি ভেবে উড়ি মেলে ডানা,
কল্প লোকে আজ হারাতে নেই মানা,
পাখির সাথে আজ আড্ডায় দেব যোগ,
আমি আকাশ ভালোবাসি, এ যে মনোরোগ।

ইচ্ছে পাখি হয়ে ঘুরি গাঁয়ের উপর
মাথায় পরে মেঘের টোপর,
গাঁও হতে শহর, শহর পেরিয়ে গাঁয়ে
ইচ্ছে ভেসে বেড়াই হাওয়ার নায়ে।

মেঘ’রা যেমন বেড়ায় উড়ে
পাখিরাও ঘুরে দূর বহুদূরে
আমারও ইচ্ছে পিঠে লাগাই ডানা
ইশ উড়তে যদি আমার না থাকতো মানা।

(স্যামসাং এস নাইন প্লাস, চুনারুঘাট)

2 thoughts on “একদিন পাখি হয়ে যাই ইচ্ছে

  1. মেঘ’রা যেমন বেড়ায় উড়ে
    পাখিরাও ঘুরে দূর বহুদূরে
    আমারও ইচ্ছে পিঠে লাগাই ডানা
    ইশ উড়তে যদি আমার না থাকতো মানা।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।