অতটুকু অবুঝ না হলেই পারতে
আমি নিতান্তই নাদান এই তুমি জানতে।
অনন্ত আকাশের অথৈই নীলের মাতম
আর একটু কান পাতলেই শুনতে পেতে।
তুমি জানতে
প্রিয়তমা তুমি ঠিকই বুঝতে
কোন বিষাদের ভয়ে ডুবে থাকি অগাধ স্বপ্নে
কোন কারণে সাঁতরিয়ে যাই তোমার অক্ষি-সমুদ্রে
অবাধে বিবাধে
কিসের টানে নিরন্তর জেগে থাকি নৈশ পূজার কান্তে।
বিষাদ বড্ড দুরন্ত
কাঠবিড়ালির মতো লাফিয়ে চলে এক ডাল থেকে অন্য ডালে
কিন্তু!
তুমি ঠিকই জানতে
কোন বৃক্ষের কোন ডালে লুকিয়ে আছে আমার সাম্য শক্তির ফুল;
কোন সুবাসে মিটে আমার বুকের অদম্য যন্ত্রণার শুল।
অতটুকু অবুঝ না হলেই পারতে
আমি যে নিতান্তই নাদান প্রেমিক এই তুমি জানতে।
যদি জানতে নির্মমতার কালিমায়
কোন কবুতর ডানা মেলে আত্মহত্যার চিত্র আঁকতে
যদি দেখতে বর্বরতার নগ্নতায়
কোন চাঁদ হয়ে উঠে উন্মাদ; আপন কলঙ্ক ঢাকতে…
মুখ লুকাতে পেয়েছিলাম তোমার বুকের উপত্যকা
তুমি জানতে
সুখ আরোহণে বেয়ে ছিলাম সুউচ্চ চূড়ার স্তন
শত ক্রোশ পথ হেটে
আমি তোমাতেই পেয়েছিলাম দুষ্পাপ্য গুপ্ত ধন।
তুমি দেখেছো
তারপর
আর পিছু হটেনি বেঁচে থাকার এই উদ্যম আয়োজন।
প্রিয়তমা তুমি ঠিকই বুঝতে
কোন বিষাদের ভয়ে ডুবে থাকি অগাধ স্বপ্নে
কোন কারণে সাঁতরিয়ে যাই তোমার অক্ষি-সমুদ্রে
অবাধে বিবাধে … কিসের টানে নিরন্তর জেগে থাকি নৈশ পূজার কান্তে।