দেহমনে শীতল অনুভূতি নিমেষেই উষ্ণতা আনে,
চায়ের কাপ হাতে বারান্দায়, রোদ্দুর বামে ডানে,
ফুলগুলো হলুদ আলো উঠে হেসে,
ঐ যে ধুলিকণারা হাওয়ায় যায় ভেসে।
সুখের অনুভূতি কেউ দেবে না এনে
সুখ নিজেকেই নিতে হয় কাছে টেনে,
আলগোছে জড়াতে হয় সুখ বুকের খাঁচায়,
স্বস্তির রোদ্দুর ঠিক তখনি জ্বলে ওঠে দেহ মাঁচায়।
কেউ কষ্টে থাকতে করতে পারে না বাধ্য
বাজাতে পারে না কেউ কারো মনে বিষাদের বাদ্য,
এসব ধুর ছাই বলে উড়িয়ে দিতে হয়,
বিষণ্ণ থেকে লাভ কী, শুধু সময়ের ক্ষয়।
এক কাপ চায়েও সুখ খুঁজে নিতে পারি
আলহামদুলিল্লাহ বলে দুঃখের সাগর দিতে পারি পাড়ি,
কেউ ব্যথা দিলেই মুষড়ে কেন পড়বো,
নিজের হাল আমি নিজেই ধরবো।
আমারও ভালো থাকার আছে অধিকার
কেন থাকবো বুকে পুষে ব্যথা নির্বিকার,
চায়ের উষ্ণতায় এবেলা দেহ সাজিয়েছি ফুরফুরে আলোয়,
ইনশাআল্লাহ সময় আমার কাটবে ভালোয়।
এই যে এত হা হুতাশ, দম ফুরোলেই সব শেষ,
নিজেই সুখি করি নিজেকে, এইতো আছি বেশ,
হিম দিন ছুঁয়ে ভাবনার অতলে ডুবে আছি
চা হাতে আমি আর রোদ্দুর খেলছে কানামাছি।
.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
এই যে এত হা হুতাশ, দম ফুরোলেই সব শেষ,
নিজেই সুখি করি নিজেকে, এইতো আছি বেশ,
হিম দিন ছুঁয়ে ভাবনার অতলে ডুবে আছি
চা হাতে আমি আর রোদ্দুর খেলছে কানামাছি।
ভীষণ ভালো লাগলো চমৎকার অনুভূতি প্রকাশ