বিবর্ণ আকাশ ঝুলে আছে মাথায়

314

বন্ধ আকাশটা তোমার মত, রঙ নেই অল্প,
আকাশের সাথে শরতের নেই কোনো গল্প,
কেমন বিষণ্ণ আলোয় ছেয়ে আছে ধরা,
বন্ধু মন খারাপের চিঠি নিয়ে আসছে বৃষ্টি হরকরা!

আজ আকাশটা তুম হয়ে আছে, দেখো তাকিয়ে,
আকাশ হেমন্ত হয়ে তাকাচ্ছে চোখ পাকিয়ে,
পেঁচা মুখি বন্ধু, আকাশটাও আজ তাই,
এমন উপকরণ সম্মুখে আমার, মনে শান্তি নাই।

তোমার ঠোঁটেও মেরেছো তালা,
আকাশটাও তাই, একি জ্বালা!
আকাশের বুকে শরত এসে হাসলো না,
তোমার মত আকাশও সুখের নায়ে আমায় নিয়ে ভাসলো না!

তুমি হেসে ফেলো তো, কথা বলো অনর্গল,
খুলে দাও বন্ধু মনের আগল,
মন আকাশে ওড়াও আজ শরতের মেঘ, আমি মুগ্ধ হই,
এক বিন্দু উচ্ছলতা পেতে মনে উতলা রই।

এমন মেঘলা আকাশ আমার মন হয়ে যায় বিষণ্ণ
তুমিও রোজ বিষাদ রাখো আমার জন্য,
ভালো লাগে না বন্ধ দিনের আলো নিভে গেলে,
কেমন যেন বিতৃষ্ণা মনে, লাগে এলেবেলে।

তুমিও বদলে যাও, শরত হয়ে এসো আমার সম্মুখ,
চাই এক পাহাড় স্বস্তি, সাত সমুদ্দুর সুখ,
বিবর্ণ রেখো না আর মনের আকাশ,
দিয়ো না প্লিজ আর দীর্ঘশ্বাস।

.
(স্যামসাং এস নাইন প্লাস, বুড়িগঙ্গা নদী, ঢাকা)

1 thought on “বিবর্ণ আকাশ ঝুলে আছে মাথায়

  1. চাই এক পাহাড় স্বস্তি, সাত সমুদ্দুর সুখ,
    বিবর্ণ রেখো না আর মনের আকাশ,
    দিয়ো না প্লিজ আর দীর্ঘশ্বাস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।