এই যে
এতো বাঁচার নেশা,
সুখের আকুতি,
জীবনের উন্মাদনা…
মগ্ন জুয়ার আসর, জেতার সম্ভাবনা…
প্রার্থনার গভীরে গুপ্ত প্রার্থনা
এত প্রাপ্তি-
এত দেনা
এত মোহ, মৌজ- মাস্তি;
ভোগের বাহানা!
এই যে
এতো হাসি.. বিনয়,
এই অভিনয়, রাগ- অনুরাগ, গড়িমসি..
উত্তর দেবে-
মৃত্যুর মোহনায় দু’ফোটা নীরব অশ্রু
অথবা রক্ত মিশ্রিত ঘাম!
কেউ না কেউ। কিংবা সবাই…
গোপনে বলবে- আসলে
“লোকটা কে ভালবাসতাম”!…
একটি বিমূর্ত সকাল
ধুয়ে যাবে বৃষ্টির শীতল জলে….
একটি বিমূর্ত সকাল
ধুয়ে যাবে বৃষ্টির শীতল জলে….