লোডশেডিং এর পরে

ফুরিয়ে যায় জেনারেটরের আয়ু। থেকে যায়
মানুষের প্রাণশক্তি, যারা সারারাত দাঁড় বেয়ে নদীকে করেছিল
কাবু, তারাও এসে দাঁড়ায় পাশে- চারদিকে বেজে উঠে
মায়াময় অন্ধকারের গান।

মানুষ অসাধ্য সাধন করে এর আগেও দাঁড়িয়েছে সকল
প্রতিকূলতার বিরুদ্ধে, রুখে দিয়েছে বাণের কালোথাবা।

এবং আঁধারের ছায়ায় দেখেছে প্রিয়তমা রমণীয় ভোর,
আলো ঘরে তুলবে বলে খুলে দিয়েছে সবকটি জানালার শিকল।

ফুরিয়ে যায় চন্দ্রনক্ষত্রের গান।
বাউলের কণ্ঠে যে গান ভেদ করেছিল,
হেমন্তের ধানী মাঠ-
তা থেকে যায়। বনেদি জমির আ’লে
একটি মশাল হাতে দাঁড়িয়ে থাকেন
একজন কৃষক। বিদ্যুৎ কিংবা
বনৌষধির প্রতি তার কোনো
অভিযোগ নেই আর….

.
#
রিরাইট, ১ নভেম্বর ২০২২
নিউইয়র্ক 💐

1 thought on “লোডশেডিং এর পরে

  1. … এবং আঁধারের ছায়ায় দেখেছে প্রিয়তমা রমণীয় ভোর,
    আলো ঘরে তুলবে বলে খুলে দিয়েছে সবকটি জানালার শিকল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।