তুই আয় চলে, তুই অদৃশ্য কেউ
বুকের নদীতে তুলে যা সুখের ঢেউ
তুই রঙধনু রঙ আকাশ হয়ে যা,
তুই রোদ হ’ আমি যে বিষাদের জলে ভেজা।
তুই আকাশের মেঘ এনে দে
হাতের মুঠোয় শুভ্র রঙ দে বেঁধে
জানিস? আমার ভালো না লাগার এ বেলা,
ভাসিয়ে আয় কাছে তোর প্রেমের ভেলা।
অযথাই থেকে যাস না দূরে
ইচ্ছে হয় আকাশের মেঘে মেঘে তোকে নিয়ে বেড়াই ঘুরে
নিয়ে যা তোর কল্পরাজ্যে আনায় টেনে
মনের বাড়ি দে না তুই সুখ এনে।
কেমন যেন চুপসে আছি, ভাল্লাগে না কিছু
তুই শুভ্র মেঘ হয়ে নে পিছু
চোখের তারায় কিছু স্বপ্ন দে না
মন আমার হয়ে যাক তোর, যা মুগ্ধতার দামে কেনা।
দীর্ঘশ্বাসের প্রহরগুলো উড়িয়ে নিয়ে যা
দিস না আর একা থাকার সাজা,
চোখের গহীনে তুই স্বপ্ন হয়ে আয়
বেঁধে রাখ আমায় ভালোবাসার মায়ায়।
আকাশের মেঘের যত রঙ, এনে দিবি?
তুই হবি আমার সুখ আনন্দের অস্পৃশ্য পৃথিবী?
কোথায় করিস তুই বসবাস
আয় উড়ে, হয়ে যা আমার শুভ্র মেঘাকাশ।
.
(স্যামসাং এস নাইন প্লাস, চুনারুঘাট)
আকাশের মেঘের যত রঙ, এনে দিবি?
তুই হবি আমার সুখ আনন্দের অস্পৃশ্য পৃথিবী?
কোথায় করিস তুই বসবাস
আয় উড়ে, হয়ে যা আমার শুভ্র মেঘাকাশ।