বদলে গেল মৌসুম

chh

আগের মত আকাশে বেলা অবেলা
বসে না নীলে মেঘের মেলা,
কী দিন কী রাত আকাশটা কী বিবর্ণ,
সাদা রঙে আকাশের বুক থাকে পূর্ণ।

এমন আকাশে কি রাখা যায় চোখ
হয় না পাওয়া দৃষ্টির সুখ,
আমি মেঘ খুঁজে বেড়াই আকাশের এ প্রান্ত হতে অন্য প্রান্ত
না, নেই মেঘের ওড়াউড়ি, আকাশটা শান্ত।

চাই এই বৈশাখেও শুভ্র মেঘেরা মেলুক ডানা
চাই আকাশের বুকে দিক কালো মেঘ’রা হানা,
যখন চোখ জুড়ে নামে ক্লান্তি}
দৃষ্টি রাখলেই যেন চোখে ফিরে আসে শান্তি।

একটি মেঘে পূর্ণ আকাশ চাই
উঁকি দিলেই আকাশে যেন সুখ পাই
চাই পাখি’রা উড়ুক মেঘ ছুঁয়ে,
চোখের ভ্রান্তি যেন মেঘ দেখলেই যায় ধুয়ে।

মৌসুমের বুকে ফুটুক মেঘ ফুল
মেঘগুলো শুভ্র নরম তুলতুল
চোখে নেমে আসুক শান্তি ধারা
কেটে যাক এবেলা রোদের খরা।

.
(স্যামসাং এস নাইন প্লাস, চুনারুঘাট)

1 thought on “বদলে গেল মৌসুম

  1. মৌসুমের বুকে ফুটুক মেঘ ফুল
    মেঘগুলো শুভ্র নরম তুলতুল
    চোখে নেমে আসুক শান্তি ধারা
    কেটে যাক এবেলা রোদের খরা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।