বৃষ্টি থেমে গেলেই আকাশ হয় স্বচ্ছ

chh

তুমি কি দেখেছো কভু, বৃষ্টি থেমে গেলে সে আকাশ?
বৃষ্টির ঝরে গেলেই সে আকাশে স্বচ্ছ মেঘের বসবাস
তুমি বৃষ্টির পরেই হেঁটেছিলে ভেজা পথে কখনো
হাঁটলে কি বেজেছিলো বুকের তারে সুখের বেণু।

মেঘ গুড়গুড় মেঘলা দিনে থেকেছিলে কখনো একা?
মন আকাশে কালো মেঘের দিয়েছিল দেখা?
ভেবেছিলে বৃষ্টি থেমে গেলেই প্রকৃতি ছুঁবে
ভেজা পাতাদের সাথে আনমনে কথা ক’বে?

তোমার ভাবনাতে কি আছে? কখনো যে বললে না,
বৃষ্টিতে ভিজতে কখনো আমার সাথে চললে না!
তুমি কি এক অনুভূতিহীন লোক
ভেতর বাড়ীতে উল্লাস নেই, নেই ব্যথার শোক!

কি জানি ভাবো, মনের আকাশজুড়ে কোন সে মেঘ?
সাদা না কালো, ইশ ছুঁয়ে দেখতে ইচ্ছে তোমার আবেগ
তুমি আকাশ দেখো না, লেখো নি কবিতা কখনো,
তোমার মন আকাশে দেয় নি উঁকি বুঝি রঙধনু।

নিরামিষ কি তুমি, নাকি পাথর মানুষ
মন আকাশে উড়াও নি বুঝি কখনো ইচ্ছে ফানুস?
তোমাকে বুঝা, সাধ্য আমার নেই
তোমার মন পড়তে গিয়ে হারাই মুহুর্মুহু খেই।

.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

2 thoughts on “বৃষ্টি থেমে গেলেই আকাশ হয় স্বচ্ছ

  1. মন আকাশে উড়াও নি বুঝি কখনো ইচ্ছে ফানুস?
    তোমাকে বুঝা, সাধ্য আমার নেই
    তোমার মন পড়তে গিয়ে হারাই মুহুর্মুহু খেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।