কখনো কখনো ঘুরে দাঁড়ানো জরুরী
এই যে – বিদগ্ধ ইতিহাসে সম্মুখে
মুখ তাক করে চেয়ে আছি নগ্নভাবে
এটি কিভাবে সভ্যতার মধ্যে পড়ে?
জানিনা।
আছি তো, তবুও
যদিও জানি-
ঘুরে দাঁড়ালেই প্রতিপক্ষের মাথায় আকাশ ভাংবে!
তারা তাদের নিত্যকার উলঙ্গপনাকে বলে বিলাসিতা..
তাদের দু’হাতে কলঙ্কের কালি
রক্ত ঘামে একাকার ইতিহাসের বলী দিয়ে
ওরা রচনা করে উত্তরাধুনিক রাজনীতি!
কে জানি বল্লো-
আমাদের ঐতিহ্য উজ্জ্বল সোনালী চাঁদ
অথচ টিকে থাকার লড়াইয়ে
একটি রণবীর সূর্যের খুব দরকার ;
অথবা ঝলসে দেয়ার মতো আলোকৎপাত!
ঘোর অমানিশা নামার পূর্বে
বিবেকের পূর্বাকাশে উদয় হোক নতুন সূর্য!
ঘোর অমানিশা নামার পূর্বে
বিবেকের পূর্বাকাশে উদয় হোক নতুন সূর্য!