হে কৃষ্ণ কেশী,
তোমার ললাটে এখনো কি চন্দ্রিমার আলো চকমক করে?
রাত্রির ঝিঝিপোকারা কি এখনো তোমার গায়ে ফুল চন্দনের ঘ্রান খুজে?
এখনো কি খোলা মাঠের সবুজ ঘাস তোমার নগ্ন পায়ের স্পর্শ খুজে?
পড়ন্ত সূর্য এখনো কি তোমার রূপসা নদীর স্নানকে পুজা করে?
গ্রীষ্মের ঘামে ভেজা শরীরের গন্ধ এখনো কি দখিনা হাওয়া বয়ে নিয়ে চলে?
বর্ষার লগনে এখনো কি বৃষ্টির ফোটারা তোমায় স্পর্শ করবে বলে ব্যাকুল হয়ে থাকে?
এখনো কি হেমন্তের প্রথম ফুল তোমার স্পর্শের লজ্জাবতী হয়ে ওঠে?
6 thoughts on “দেবী”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
গ্রীষ্মের ঘামে ভেজা শরীরের গন্ধ এখনো কি দখিনা হাওয়া বয়ে নিয়ে চলে?
রোম্যান্টিক একটি কবিতা। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য মি. করলিয়ন।
আপনার শুভেচ্ছায় আমার মন আর্দ্র হল।
কবিতাটি পড়ে মুগ্ধ হলাম কবি ভাই। আরও নিয়মিত আপনার লিখা পড়তে চাই।
মন ভরে গেল আপনার ভালবাসায়।
অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কবি দা।
ধন্যবাদ দিদি।আপনারা পড়েন দেখে আমার অনেক ভাল লাগে।