দেবী

হে কৃষ্ণ কেশী,
তোমার ললাটে এখনো কি চন্দ্রিমার আলো চকমক করে?
রাত্রির ঝিঝিপোকারা কি এখনো তোমার গায়ে ফুল চন্দনের ঘ্রান খুজে?
এখনো কি খোলা মাঠের সবুজ ঘাস তোমার নগ্ন পায়ের স্পর্শ খুজে?
পড়ন্ত সূর্য এখনো কি তোমার রূপসা নদীর স্নানকে পুজা করে?
গ্রীষ্মের ঘামে ভেজা শরীরের গন্ধ এখনো কি দখিনা হাওয়া বয়ে নিয়ে চলে?
বর্ষার লগনে এখনো কি বৃষ্টির ফোটারা তোমায় স্পর্শ করবে বলে ব্যাকুল হয়ে থাকে?
এখনো কি হেমন্তের প্রথম ফুল তোমার স্পর্শের লজ্জাবতী হয়ে ওঠে?

করলিয়ন সম্পর্কে

সৃষ্টি নাকি স্রষ্টার প্রিয় জিনিস।তবে মৃত্যু কেন সৃষ্টির অনিবার্য।সৃষ্টিতত্ত্ব, দেহতত্ত্ব এগুলো আমাকে স্রষ্টা থেকে দূরে বহু দূরে নিয়ে যায়।

6 thoughts on “দেবী

  1. গ্রীষ্মের ঘামে ভেজা শরীরের গন্ধ এখনো কি দখিনা হাওয়া বয়ে নিয়ে চলে?

    রোম্যান্টিক একটি কবিতা। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য মি. করলিয়ন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবিতাটি পড়ে মুগ্ধ হলাম কবি ভাই। আরও নিয়মিত আপনার লিখা পড়তে চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।