ফিরে আয় অরিত্রি


অরিত্রি তুই যাসনে চলে
আয়রে ফিরে আয়,
বাবাটা তোর ভুলেও কারো
ধরবে না আর পায়।

যা খুশী তা করিসরে তুই
ইচ্ছে মত চলিস,
বকবে না আর কেউ কখনো
যতই আসুক নালিশ।

বন্ধুরা তোর ক্লাসে বসে
মুখটা করে ভার,
কোন দিনও আসবেনারে
অরিত্রিটা আর।

অরিত্রিরে অরিত্রি তুই
যাসনে চলে একা,
দেখনা সবার ভুল ভেঙেছে
রাগ করিসনে বোকা।

আর একটি বার ক্লাসে ফিরে
আয়না অরিত্রি,
কাতর ছাত্র কাতর শিক্ষক
কাতর ধরিত্রী।

8 thoughts on “ফিরে আয় অরিত্রি

  1. সুন্দর কবিতা বাবু ভাই। তবে সম্প্রতি বাংলাদেশের শিক্ষাঙ্গন নিয়ে চিন্তাযুক্ত আছি। :(

    1. চিন্তাযুক্ত সবাই দাদা। কে জানে কবে এই অবস্থার পরিবর্তন হবে!

      ভালো থাকুন, ধন্যবাদ।

  2. অরিত্রিরে অরিত্রি তুই
    যাসনে চলে একা,
    দেখনা সবার ভুল ভেঙেছে
    রাগ করিসনে বোকা। ___ অরিত্রীরা কি কখনও আর ফেরে ? ফেরেনা কবি। :(

    1. ফেরেনা সে তো জানে সবাই মুরুব্বী। কিন্তু আবেগ কি কখনো নিয়ন্ত্রন করা যায়?

      ভালো থাকুন। অনেক ধন্যাবাদ।

  3. ক্লাস আর বাবার মায়ের কোলে ফিরবে না অরিত্রী। খুব দুঃখজনক একটি ব্যাপার। :(

    1. যে গেছে না ফেরার দেশে, সে কি আর ফিরবে কখনো?

      ফিরবে না!

      ভালো থাকুন দিদি।

  4. দিব্য লিখেছেন। শীর্ণ হলো মন। আহা সত্যি যদি ফিরতো … 

     

    শুভেচ্ছা গ্রহণ করুন কবিবর। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।