কার গোরুটা কত্ত বড়
কার গোরুটা দামী
কার গোরুটা শান্ত শুবোধ
জিব দিয়ে দেয় হামি ।
কার গোরুটা ওজন ভারী
কার গোরুটা ষাঁড়
কার গোরুটা দামে কত
শোধাচ্ছ বারবার ।
দড়ি হাতে দর্পে হেঁটে
শাটের কলার ঝাকাও
হাবেভাবে লাটটি তুমি
গোঁফটা শুধু পাকাও ।
কত মানুষ বানভাসি হয়
নিচ্ছ না সে খোঁজ
বন্যা খরায় কপাল পোড়া
ভুখা যারা রোজ ।
কেমন তোমার কুরবানী হায়
কেমন ত্যাগের ছিরি
কালোটাকায় কিনছ গোরু
ফরেন কোংয়ের বিড়ি !
তোমার পশুর রক্তটুকুই
ধর্তব্য তাঁর
খালেস দিলের কুরবানি আর
নিয়ত সহীহ্ যার ।
চলনসই প্রকাশ
ভালো লাগলো।
তোমার পশুর রক্তটুকুই
ধর্তব্য তাঁর
খালেস দিলের কুরবানি আর
নিয়ত সহীহ্ যার।
ঠিক তাই। শব্দনীড়ে আপনাকে স্বাগতম কবি হুসাইন দিলাওয়ার।
হ্যাঁ, একদম ঠিক আছে! কোরবানির গরু নিয়ে লেখা কবিতা পড়ে মুগ্ধ হলাম। আগাম পবিত্র ঈদ-উল-আজহা'র প্রীতি ও শুভেচ্ছা রইল।
চমৎকার
তবে গরু যে গোরু হবে
জানাই ছিল না- কবি দা
অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন–