অল্পের জন্য বেঁচে যাই,
মরতেও পারতাম। যদিও মৃত্যুতে কোন মুক্তি নাই,
অযৌক্তিক
গল্পের ভেতরে ঢুকে পড়ি,
অন্যের হাত ধরে হই দীঘল পথের সহচরী!
সাথে নই, সাথী নই
কদমে কদমে এগোই তব তীর্থের প্রহরী।
ঘুমে- নির্ঘুমে
সওদা করি মন, জলের দামে!
নির্মম বালিয়াড়ির ঘূর্ণি মর্মে উড়ি বৃত্তের ভেতর
ঘুরি চক্র বৃদ্ধ অন্ধকারে
আসলে কেউ নেই! কেউই ছিলো না, কোন কালে !…
অভিমানী নীলে ছিলোনা রঙ বোধ
ছিলোনা হিজলের বনে
শাদ্বল জমিনে এবং কি নির্বোধ মৃত্তিকার মনে।
তাহলে-
কেন বেঁচে উঠি? সত্যিকার জীবনের প্রশ্নে কেন নিরুত্তর সবাই?
অযৌক্তিক ।। দা উ দু ল ই স লা ম
"নির্মম বালিয়াড়ির ঘূর্ণি মর্মে উড়ি বৃত্তের ভেতর
ঘুরি চক্র বৃদ্ধ অন্ধকারে
আসলে কেউ নেই! কেউই ছিলো না, কোন কালে !"
আসলে কেউ নেই! কেউই ছিলো না, কোন কালে !…
অভিমানী নীলে ছিলোনা রঙ বোধ
ছিলোনা হিজলের বনে
সবটুকু যে মায়ার খেলা। ভালো লাগলো।