একটি শিশু
অনেক কিছু
সম্ভাবনার কুঁড়ি
ঘুরছে চাকা
ইঁচড়ে পাকা
স্বপ্ন দুচোখ জুড়ি।
একটি কুঁড়ি
স্নেহের ঝুড়ি
ফোটবে সুবিমল
নিকষ রাতে
আলোক হাতে
দ্বীপ্তি ঝলমল।
নাইরে তুল
একটি ফুল
মায়ার আবেশ পাক
হাঁটতে শেখা
আলোক রেখা
নতুন দিনের ডাক।
একটি শিশু
অনেক কিছু
সম্ভাবনার কুঁড়ি
ঘুরছে চাকা
ইঁচড়ে পাকা
স্বপ্ন দুচোখ জুড়ি।
একটি কুঁড়ি
স্নেহের ঝুড়ি
ফোটবে সুবিমল
নিকষ রাতে
আলোক হাতে
দ্বীপ্তি ঝলমল।
নাইরে তুল
একটি ফুল
মায়ার আবেশ পাক
হাঁটতে শেখা
আলোক রেখা
নতুন দিনের ডাক।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আন্তরিক শুভেচ্ছা জানবেন প্রিয় কবি হুসাইন দিলাওয়ার। আপনার ছড়া পদ্য যথেষ্ঠ অনবদ্য এবং লিখার ইলাস্ট্রেশন দারুণ হয়েছে। ধন্যবাদ এবং শুভেচ্ছা।
অফটপিক : শব্দনীড়ের ব্যানার মাপ হচ্ছে 940 x 135px
ব্যানারে শব্দনীড় লোগো অটো বসে যায়। সুতরাং লোগো ছাড়া ইলাস্ট্রেশন ফটো বা ইমেজ যদি আপনি দিতে পারেন; আমরা তা প্রদর্শনের ব্যবস্থা করতে পারবো।
ইমেইল : [email protected]
অসংখ্য কৃতজ্ঞতা শ্রদ্ধাভাজন অগ্রজ,,,,❤
লেখা উপযুক্ত উপমাময়।
কৃতজ্ঞতা অগ্রজ
চমৎকার ছড়া অনেক শুভেচ্ছা রইল কবি
শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। নতুন কুড়িদের নিয়ে আপনার ছড়া কবিতা অসাধারণ হয়েছে।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।