জীবন এক অবর্ণনীয় বর্তমান-
যার অতীত হাবুডুবু খাচ্ছে কৃষ্ণ গহ্বরে,
আর অদূরে দাঁড়িয়ে আছে মৃত্যু-মগ্ন ভবিষ্যৎ!
দা উ দু ল ই স লা ম।
জীবন এক অবর্ণনীয় বর্তমান-
যার অতীত হাবুডুবু খাচ্ছে কৃষ্ণ গহ্বরে,
আর অদূরে দাঁড়িয়ে আছে মৃত্যু-মগ্ন ভবিষ্যৎ!
দা উ দু ল ই স লা ম।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
জীবন এক অবর্ণনীয় বর্তমান-
যার অতীত হাবুডুবু খাচ্ছে কৃষ্ণ গহ্বরে,
আর অদূরে দাঁড়িয়ে আছে মৃত্যু-মগ্ন ভবিষ্যৎ!
অণু বলে মাঝারি করবেন না স্যার। এই লিখা তো পরমাণু। বিনম্র সালাম।
আমি আশাবাদী। তারপরও কখনো কখনো বিষণ্ন হতে হয়। পঙক্তিগুলো তেমন। ভালো লেখা যথারীতি।
অসাধারণ ভাবে জীবনকে বর্ণনার চেষ্টা করলেন
মুগ্ধ!!

মৃত্যু খুব নিকটেই থাকে – নিজের নিঃশ্বাসেরও বেশী নিকটে । তাই না কবি ?
শুভেচ্ছা রইলো ।