একটি অণু…

জীবন এক অবর্ণনীয় বর্তমান-
যার অতীত হাবুডুবু খাচ্ছে কৃষ্ণ গহ্বরে,
আর অদূরে দাঁড়িয়ে আছে মৃত্যু-মগ্ন ভবিষ্যৎ!

দা উ দু ল ই স লা ম।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “একটি অণু…

  1. জীবন এক অবর্ণনীয় বর্তমান-
    যার অতীত হাবুডুবু খাচ্ছে কৃষ্ণ গহ্বরে,
    আর অদূরে দাঁড়িয়ে আছে মৃত্যু-মগ্ন ভবিষ্যৎ!null

  2. অণু বলে মাঝারি করবেন না স্যার। এই লিখা তো পরমাণু। বিনম্র সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আমি আশাবাদী। তারপরও কখনো কখনো বিষণ্ন হতে হয়। পঙক্তিগুলো তেমন। ভালো লেখা যথারীতি।

  4. মৃত্যু খুব নিকটেই থাকে – নিজের নিঃশ্বাসেরও বেশী নিকটে । তাই না কবি ?
    শুভেচ্ছা রইলো ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।