চিরায়ত বাসন্তিকায় রবীন্দ্রনাথের গীতি আহবান

‘আজি বসন্ত জাগ্রত দ্বারে; তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরোনা বিড়ম্বিত তারে
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো … আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো
এই সংগীত-মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গীয়া তুলিয়ো।’

bbrd805640799_n

আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।

আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
এই সংগীত-মুখরিত গগনে
তব গন্ধ তরঙ্গীয়া তুলিয়ো।

এই বাহির ভুবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।

অতি নিবিড় বেদনা বনমাঝে রে
আজি পল্লবে পল্লবে বাজে রে–
দূরে গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যাকুল বসুন্ধরা সাজে রে।

মোর পরানে দখিন বায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে,
এই সৌরভবিহ্বল রজনী
কার চরণে ধরণীতলে জাগিছে।

ওগো সুন্দর, বল্লভ, কান্ত,
তব গম্ভীর আহ্বান কারে।

_____ রবীন্দ্রনাথ ঠাকুর এর …

rbnth7060_n

youtu.be/gNfQ99nkv1g

প্রদায়ক : আজাদ কাশ্মীর জামান।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

18 thoughts on “চিরায়ত বাসন্তিকায় রবীন্দ্রনাথের গীতি আহবান

  1. যে যত যাই করুক বা বলুক রবি ছাড়া বসন্ত যেন জেগে উঠতে চায় না।
    ধন্যবাদ প্রিয়!

    1. সঠিক বলেছেন বন্ধু। রবীন্দ্রনাথ ছাড়া বসন্ত যেন জেগে উঠতে চায় না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সেই চিরন্তন বাণীর সঙ্গে ছবিগুলো ‘নক্ষত্রের হাত ধরে গড়ে তুলি ছায়াপথ’ রচনা করে গেল। অশেষ ধন্যবাদ মুরুব্বী ভাই।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ‘নক্ষত্রের হাত ধরে গড়ে তুলি ছায়াপথ’ __ দারুণ শব্দকথা।
      অনেক অনেক ধন্যবাদ প্রিয় মাহবুব ভাই। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আজি বসন্ত জাগ্রত দ্বারে।
    তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
    কোরো না বিড়ম্বিত তারে।
    – হ্যা ভাইয়া, বসন্ত জাগ্রত দ্বারে।

    সুন্দর ছবি এবং মানানসই কবিতা নির্বাচন, উপস্থাপনায় অনন্য হয়েছে।

    শুভেচ্ছা
    ভালোবাসা
    নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সালাম এর প্রত্যুত্তর জানবেন আপা। বসন্ত দিনের অনাবিল শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. বিশ্বকবির সুন্দর একটা গান শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ
    আর ফাল্গুনী শুভেচ্ছা নিবেন————-

  5. আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
    আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
    এই সংগীত-মুখরিত গগনে
    তব গন্ধ তরঙ্গীয়া তুলিয়ো।

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  6. যদিওবা দেরীতে আসলাম, বসন্ত শুভেচ্ছা জানাই। বসন্ত এখনো হারায় নি :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।