বিবেকের মৃত্যু


বিবেকের মৃত্যু!
এ শতকের সবচেয়ে বড় দুঃসংবাদ
যার জন্য আদৌ হয়নি কোন শোক সভা
টানানো হয়নি কালো পতাকা, কিংবা অর্ধনির্মিত জাতীয় প্লাগ।
নিরীহ পাখিরা হতবিহবল চিত্তে হয়েছে নির্বাক!
বিবেকহীন মানুষের পৃথিবীতে বেমানান আপন ডাক;
বেওয়ারিশ কুকুর গুলো ক্ষুব্ধ! বিরহ কান্তে চোঁয়না উচ্ছ্বিষ্ট
মানুষের পৃথিবীতে রইলোনা আর বিবেকের অবশিষ্ট!
আত্ম বিধ্বংসী মহামারিতে উন্মত্ত মানুষ
এক বার চায়নি নিজেকে চিনতে
কলঙ্কের কালিতে ঢেকেছে মুখ, মিথ্যা লিপ্সায় খুঁজেছে সুখ
চোখ বুজে সামিল হয়েছে ভ্রষ্টাচারীর স্রোতে।
নষ্টাকামের নিকৃষ্ট অজুহাতে করছে জননীর শ্লীলতাহানি
পদপিষ্টে তলিয়ে গেছে অসীম বিবেকের অমর বানী।
মানুষের গ্রন্থিতে ডাইনীদের ফুঁৎকার
শয়তানের হাতে হাত রেখে বাড়ছে উলঙ্গ চিৎকার;
গ্লানি বুকে রুদ্ধশ্বাসে ক্রন্দনরত নিষ্পাপ নবজাতক
পৃথিবীর উত্তাপে মানুষের বিবেক পচা দুর্গন্ধ!
হেমলকের পতিত অন্ধকারে নিজেকে মনে হয় জন্মান্ধ!

দা উ দু ল ই স লা ম ।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

6 thoughts on “বিবেকের মৃত্যু

  1. হেমলকের পতিত অন্ধকারে নিজেকে মনে হয় জন্মান্ধ!

    অসাধারণ।

  2. বিবেকের মৃত্যু তো অনেকদিন আগেই হয়ে গেছে দাদা!
    বেশ ভাল লাগা জানাচ্ছি।

  3. আত্ম বিধ্বংসী মহামারিতে উন্মত্ত মানুষ
    এক বার চায়নি নিজেকে চিনতে
    কলঙ্কের কালিতে ঢেকেছে মুখ, মিথ্যা লিপ্সায় খুঁজেছে সুখ
    চোখ বুজে সামিল হয়েছে ভ্রষ্টাচারীর স্রোতে।- সুন্দর চিত্রিত করেছেন সমসাময়িক কাল।

    শুভেচ্ছা
    ভালোবাসা
    নিরন্তর…।।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।