অব্যক্ত আবেগ রূপান্তর হয় চাপা ক্রোধে
অথচ এই আবেগেই হতে পারতো কালোত্তীর্ণ কবিতা
অথবা, নির্মল শ্রুতি মধুর কথামালা- সুদূর স্বপ্নবেত্তা;
কাল তিয়াষি নদীর পাঁজর জুড়ে থইথই মেঘের ছায়া
প্রেয়সী রাত বুকে তুলে নির্জর ঝর্ণা বয় অন্তঃস্থ ব্যাকুলতা,
জরা গ্রস্ত কোকিল বসন্ত দর্শনে যে টুকু নির্ভার পায়
শৌর্যের দহনে তারই অনুচ্চস্বর রূপ নেয় অগ্নিশর্মায়।
দ্যাখো, কোটরাগত অক্ষিসারে ডুবে যাচ্ছে কুহক অন্ধকার
ডুবে যাচ্ছে বুনো ঘ্রাণ, হেমলকের নীল রস
শোণিতের ধারায় বয়ে যাচ্ছে দুর্মার বজ্র নিনাদ, অরোধ্য ধস
কেউ বুঝতে চায়নি- একটি কবিতা অব্যক্ত রাখার যন্ত্রণা
বুঝতে চায়নি প্রেমিক না হলেও- আমিও তো মানুষ!
দাউদুল ইসলাম
১০ই মার্চ ১৭
মারাত্মক সব লিখা অসাধারণ সব লিখা। অভিনন্দন এবং বিনম্র সালাম স্যার।
আপনার মন্তব্যে দারুণ অনুপ্রানিত হয়েছি স্যার !

ভাল থাকুন , শুভকামনা !!
ধন্যবাদ স্যার।
অভিনন্দন ও শুভেচ্ছা।চ
খুশি হলাম প্রিয় মালেক ভাইয়ের প্রীত ময় উপস্থিতিতে


দৃঢ় হোক ভালোবাসা
বিনয়াবনত সালাম-
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই ।
অব্যক্ত আবেগ রূপান্তর হয় চাপা ক্রোধে
অথচ এই আবেগেই হতে পারতো কালোত্তীর্ণ কবিতা——অনবদ্য
খুশি হলাম আপনার সুন্দর মন্তব্যে
সালাম নিন লিটন ভাই
অনেক ভালবাসা ও শুভেচ্ছা রইল।