চৈতালি দুপুর
হেমচূর্ণ নূপুর চরণ
জলকেলিতে বিহঙ্গীর সুর,
দীপালী সম্ভাষণে বরণ করে
সমস্ত আকুতি নববধূর।
স্নানের ছুতোয়
সোনালী পশম উঁকি দেয়
রেশমি সুতোয়,লুকোচুরি আয়নায়
ঠোকর মারে রূপালী মাছ;
ফাঁকি বাজ চুড়ই’র মতোই।
নির্বাণ বক্ষে-
যতোই করো তাল বাহানা,
হয়না শেষ রক্ষে! কানায় কানায়
পৌঁছে যায়, ছুঁয়ে যায় গ্রীষ্ম;
জ্বল জ্বলে অক্ষে নুয়ে পড়ে
সুনাম বৃক্ষ, অতলের ভস্ম।
দা উ দু ল ই স লা ম
অশেষ মুগ্ধতা স্যার। অভিনন্দন রইলো আপনার জন্য।
আপনার যথেষ্ঠ ব্যস্ততায় কখনও আমি চিন্তিত হই; পোস্ট প্রকাশের পর জানিনা কতক্ষণ আপনি শব্দনীড় এ অবস্থান করেন !! সময় বদলে যায় জানি; যুক্ত হয় পারিপার্শ্বিক নানান উপসর্গ। সতত এই প্রতিকূলতার মাঝেও যে বিন্দু সময় আপনি স্মরণে রেখে এসে দিয়ে যান; তাতে আমরাই কৃতজ্ঞ। জানবেন আমরা সবাই অন্তত যারা নিয়মিত রয়েছি; মিস করি।
আমিও কম মিস করি না স্যার…
বিনয়াবনত সালাম-
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই ।
শুভ কামনা রইল – শুভ সন্ধ্যা
Copy & paste from Murubbi:
অশেষ মুগ্ধতা স্যার। অভিনন্দন রইলো আপনার জন্য।
আপনার যথেষ্ঠ ব্যস্ততায় কখনও আমি চিন্তিত হই; পোস্ট প্রকাশের পর জানিনা কতক্ষণ আপনি শব্দনীড় এ অবস্থান করেন !! সময় বদলে যায় জানি; যুক্ত হয় পারিপার্শ্বিক নানান উপসর্গ। সতত এই প্রতিকূলতার মাঝেও যে বিন্দু সময় আপনি স্মরণে রেখে এসে দিয়ে যান; তাতে আমরাই কৃতজ্ঞ। জানবেন আমরা সবাই অন্তত যারা নিয়মিত রয়েছি; মিস করি।
আমার শ্রদ্ধা গ্রহন করুন দাদু ভাই
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই
শুভ কামনা রইল –
দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।
হাই হ্যালো।
অনেক ভাল আপনার শব্দচয়ন ইত্যাদি সবি যা একটি কবিতা অপনি প্রয়োগ করেন। কিন্তু আমি আপনার কাছ থেকে গল্প, জীবনের খন্ডিত কোন অংশ, কোন মানবিক বা অমানবিক আচরণ যা আপনাকে বিস্মিত করেছে মুগ্ধ করেছে এমন বিষয়ের গদ্য প্রত্যাশা করি।
এছাড়া আপনি মডিটেশনের বিভিন্ন কোর্সগুলিই আমাদের শিক্ষা দিতে পারেন। আপনার চমৎকার উপস্থাপনায় হয়ত বদলে যেতে পারে আমাদের কারোর জীবন।
আপনার কল্যাণ হোক।
এ
আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি
আইডিয়া টা মনে করে দেবার জন্য, মেডিটেশনের উপর অনেক লিখা ছিলো
সব হারিয়েছি ল্যাপ্টপ চুরির সাথে সাথে।
কিছু লিখার হার্ডকপি আছে যা বিভিন্ন পত্রিকায় এসেছে
ওগুলো আবার টাইপ করতে হবে।
ইনশাল্লাহ এ বিষয়ে লিখা পাবেন । ধন্যবাদ
আঙ্কেল, আসসালামু আলায়কুম। বরাবরই আপনার লিখা চিত্তাকর্ষক এবং হৃদয়ছোঁয়া। দোয়া করি ভালো যেন আল্লাহ রাখেন।
আমার শ্রদ্ধা গ্রহন করুন আঙ্কেল
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই
শুভ কামনা রইল –
চমৎকার উপস্থাপনায় মুগ্ধতা রেখে গেলাম।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই প্রিয় সাহরাজ
শুভ কামনা রইল –
“চৈতালি দুপুর
হেমচূর্ণ নূপুর চরণ
জলকেলিতে বিহঙ্গীর সুর,
দীপালী সম্ভাষণে বরণ করে
সমস্ত আকুতি নববধূর।”
কবিতা পাঠে মুগ্ধ পাঠক আমি! শুভেচ্ছা এবং সালাম জানবেন কবি।
অনেক দিন পর পেলাম প্রিয় কবি কে-
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই
শুভ কামনা রইল –