প্রতিবার সমুদ্র ছুঁই

প্রতিবার সমুদ্র ছুঁই ঘুমের ঘোরে- উদাম বুকে ঘামের জোয়ার
প্রতিবার জিতে যাস তুই – নোনতা চুম্বনে নিশ্ছিদ্র সাতার

প্রতিবার বর্ষা নামে – অকর্ষিত জমিনে শাণিত লাঙ্গলে
প্রতিবার বীজ বুনি- জ্যোৎস্নার শোভায় হিজলের তলে

প্রতিবার উৎসারিত হও তুমি- কুয়াশার জালে বর্ণীল সকাল
প্রতিবার চমকিত আমি- স্বপ্ন নিনাদে উড়ছে বিহঙ্গীর পাল

প্রতিবার ভুলে যাই- ক্ষুধাক্লিষ্ট রাতে চিবিয়েছি অন্ধকার
প্রতিবার স্মরণ করি- দুষ্টুমির হাতে ছুঁয়েছি লাজুক লতার অভিসার

প্রতিবার কেঁপে উঠি- স্পর্ধিত রাতে স্খলনের শীৎকারে
প্রতিবার আবৃত্তি করি সেই একিই কবিতা- ছন্দে ,তালে, হুংকারে…

প্রতিবার নতুন আমি- ঋত, পবিত্র, সতত নদী
তবু পুরনো ক্ষত ফুসে উঠে – দহনে রোদনে ঘুম না আসে যদি…।

দা উ দু ল ই স লা ম
২৫/৫/১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “প্রতিবার সমুদ্র ছুঁই

  1. “প্রতিবার নতুন আমি- ঋত, পবিত্র, সতত নদী
    তবু পুরনো ক্ষত ফুসে উঠে –
    দহনে রোদনে ঘুম না আসে যদি…।”

    অপূর্ব কবিতায় শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।

  2. কবিতার এই ফরমেট আমার কাছে অতুলনীয় লাগে স্যার।
    বৃষ্টিঝরা মেঘ আকাশের শুভেচ্ছা প্রিয় স্যার। সালাম নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।