ধড়পড় তো স্পন্দন নয়- দুর্মর সাগর
কস্তূরীর পাঁজরে মৃত্যুমদ আর্তনাদ,
গুমরে কাঁদা ইন্দ্রিয় স্রোত- রুদ্ধ গহ্বর
তর্জনে গর্জনে ভাঙ্গে ঘুমের আস্তরণ ;
অনন্তের বিলাপ
বাউলা মন ঘুরে অতন্দ্র পথে- প্রান্তর
অবিরাম হেঁটেছে শ্রমণ…
2 thoughts on “অনন্তের বিলাপ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনন্তের কঠিনতম বিলাপ প্রকাশ করেছেন স্যার। অসাধারণ।
কয়েকটি নতুন শব্দ শেখার সুযোগ হলো। বিনীত সালাম জানবেন।
খুব সুন্দর কবি,,,,,,,,,ভাই, আমার ভালোবাসা