শেষ ক’টি কদম

ঘন কুয়াশা কেটে
এগুচ্ছি শেষ ক’টি কদম ,
নির্জন…সবুজ সারি
প্রবীণ জট বাঁধা চুলে ক্লান্তি মাখা গন্ধ ,
রাতের শেষ আর্তনাদ ছুঁয়ে
বিদায় নেয় মৃত চাঁদ !
জেগে উঠে নবীন প্রস্রবণগিরি
…… নতুন সূর্য !

দা উ দু ল ই স লা ম ।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “শেষ ক’টি কদম

  1. 'জেগে উঠে নবীন প্রস্রবণগিরি
    …… নতুন সূর্য !' ____ সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি প্রিয় স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বাহ্ কী সুন্দর লেখা!! অপূর্ব। সুন্দর হোক নতুন বছর কবি দা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।