জঞ্জাল চাপা আগুন

জঞ্জাল চাপা আগুন

বুঝি
আবার বুঝি না
কিছু খুঁজি
আবার খুঁজি না
দেখি
আবার দেখিনা

শুনি
কিন্তু শুনি না
ভোঁ দৌড়…উথাল… পাতাল
গিজ গিজ…
মগজ উৎরায়… বেসামাল

ভাঙ
চুরমার … ঝন…ঝন
ভন ভন…পাকা
ধুত্তুরি ছাই
ধ্যাত্তেরিকা……
পড়ুক সব
গদ্দপ!

মর তুই
বেজন্মা উঁই…
অ উ প … জঞ্জাল
পদে পদে
দে বিষ দে
নইলে আগুন!
দাউ দাউ
গনগনে দোজখের উনুন!
আর নয়তো
ভাসিয়ে দে

দে ঘূর্ণি
মাতাল চুর্ণি
বিশাল সর্বনাশ;
আঘাত দে
উপড়ে ফেল
ভাসিয়ে নেয়া জলোচ্ছ্বাস!

আর না
প্রেমের নামে মনের বেচাকেনা
কি জানিস তুই
কাকে বলিস প্রেম?
লালসার ঢিবি ছুঁই…

জল তরঙ্গ
মদে মাতাল… উলঙ্গ!
ঘরে নাই চাল-চুলো
মাথার ঘিলু চুষে নিলো…
রাতারাতি কলাগাছ
নেতার নামে ক্ষেতার কাজ।

খা
খেতে থাক
ভুঁড়ি ফোলে পেটে যাক।
মরুক অপদার্থ
টিকে থাকুক পাশবিক শর্ত!

পদ তলে
জীবন গলে
গলে ক্ষুধার্ত শিশুর আর্তনাদ,
যাক জাহান্নামে
কার কি?
স্বার্থের হিসেব এখনো বাকী!
ছেই!
ছেই ছেই কুত্তা!

মানুষ কই
সবাই তো মস্ত বড় নেতা;
ঘরে কোনে-
মরিস বিহনে,
পথে কাঁদুক ক্লান্ত পথিক
জঞ্জালে জঞ্জালে বাঁধুক জ্যাম
ল্যাম্প পোষ্টের ভাঙ্গা হেম;
ঝাঁড়ামার তোর নীতি
রাস্তায় মরছে দুখিনী পোয়াতি!

হাসছিস?
হাস-
তোদেরই তো পৌষ মাস;
আসবি
হাতে ভিক্ষের থলে
গাড় ধাক্কা খাবি তখন
একটা কথা বললে!
নির্লজ্জ
বেহায়া

থু !
চেটে খা
পুটে খা
বেওয়ারিশ কুকুর আর তু তু…

আরে রাখ!
কত কি ভেসে গেলো
পারবি, একদিন বাঁচতে
আদর্শের আলো পথে?
পারবি না
তো রাখ তোর অহংকার
শেয়াল ও দেয় বাঘের হুংকার!!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “জঞ্জাল চাপা আগুন

  1. অনবদ্য লিখন প্রিয় স্যার। অভিনন্দন এবং অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. স্বতন্ত্র ঘরানার লেখা লিখেছেন কবি দা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।