উলঙ্গ অন্ধকার

উলঙ্গ অন্ধকার

ঐ বুকের উপত্যকায়
পুঁতে দিলাম নিবিড় সত্য
স্নান ঘরের সোঁদা গন্ধে মিশিয়ে দিলাম
অারাধ্য দাবী;
যতবার তুমি আবৃত্ত করতে যাবে
অথবা অনাবৃত স্তনে হাত বোলাবে
জেনে রেখো
নিভৃত
কামনা গুলো বহমান প্রতিফোঁটা জলে!

ঈশানে
রক্তিম কিরণে মিশ্রিত আমার তীক্ষ্ণ দৃষ্টি
যখনি সেই মিষ্টি রোদে দাঁড়াবে
চুল শুকোবে
দুর্হিদ্য আমার সমগ্র বাসনারা পেয়ে যাবে
তোমাকে!…

ছুরির তীক্ষ্ণতায় আমার দীর্ঘশ্বাস!
দুর্মার
প্রবিষ্ট বুকে
যতবার তুমি খুঁজতে যাবে নিজেকে
স্তনের বোটায়, কস্তুরীনাভ গন্ধে…
আমায় ছোঁবে
ছুঁয়ে যাবে..
নীরবে
না রাগ,
না বাকবিতণ্ডা ,
না-তো সেই উন্মাদনা
নিভৃতে সয়ে যাবে এক অত্যাবশ্যকীয় ছোঁয়া!

কি দেবে
ঘৃণা না মমতা?
উত্তর হীন রয়ে যবে
ধোঁয়া…… ধোঁয়া…… ধোঁয়া……

___________________________

দা উ দু ল ই স লা ম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “উলঙ্গ অন্ধকার

  1. "নীরবে
    না রাগ,
    না বাকবিতণ্ডা ,
    না-তো সেই উন্মাদনা
    নিভৃতে সয়ে যাবে এক অত্যাবশ্যকীয় ছোঁয়া!" ___ গ্রেট ওয়ান স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. "কি দেবে
    ঘৃণা না মমতা?
    উত্তর হীন রয়ে যবে
    ধোঁয়া…… ধোঁয়া…… ধোঁয়া……"

    চমৎকার! শুভেচ্ছা প্রিয় কবি দাউদুল ইসলামhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. * বরাবরের মতই আপনার কবিতাখানি ভালো লেগেছে।

    শুভ কামনা সবসময়…

মন্তব্য প্রধান বন্ধ আছে।