দেখো
বিবেকের করিডোরে
বুকের ভেতরে…অতল আত্মায়
অসংখ্য শিশু কষ্ট পোহাচ্ছে নিশিদিন;
অসীম ধৃষ্টতায় বাড়ছে জ্বালা
হৃদয় গহ্বরে…দৃষ্টির রেখায়…অস্থি-মজ্জায় …
ধূমকেতুর মত ছুটছে ওরা
প্রকম্পিত আকাশে, মেঘের কান্নায়
ধুঁকেছে অন্তহীন
মৃত্যু বেদনায়, নতুন নতুন জন্ম প্রহারে!…
এখানে সান্ত্বনা নাই
হিসেব নাই
কে কারে কাঁদায়…
তবু
মত্ত পতঙ্গের মতন
মানুষ বুকে ধরে এক আকাশ নীলিমা,
রূপোলী স্রোতের তলে পুঁতে রাখে স্বপ্নজাল!
দেখি
সূর্যের চুম্বন ঝরে বৃক্ষের ডগায়;
এলোকেশী রমণীর বুকে যেমন-
রক্তের ঝর্ণা ঝরে!
পৃথিবীর কি বা আসে যায়-
যে স্রোত নেমে আসে উজান বেয়ে
তার তলে বহমান আমাদের অজস্র স্বপন
যার আঁচলে
রচিত হয় সশস্ত্র বাসনা…
দ্রোহের অনিবার্য অভ্যুত্থান!
একটি লিখার সাথে মানানসই প্রচ্ছদ ব্যবহারে আপনার তুলনা নেই স্যার। গ্রেট।
ভালোবাসায় সিক্ত !
ধন্যবাদ ও শ্রদ্ধা নিবেদন করি স্যার
ধন্যবাদ স্যার।
শিরোনাম আর কবিতা সুন্দর পরিপাটি লাগলো আমার কাছে। শুভেচ্ছা রাখলেম।
আপনার উপস্থিতি আমাকে উতসাহিত করে প্রিয় দিদি
সালাম ও শুভেচ্ছা জানবেন
মত্ত পতঙ্গের মতন
মানুষ বুকে ধরে এক আকাশ নীলিমা,
রূপোলী স্রোতের তলে পুঁতে রাখে স্বপ্নজাল!
* ছবি এবং কবিতা দুটোই সুন্দর…
আন্তরিক ধন্যবাদ ও সতত শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়…..