মৃত্যুর বিদ্রূপ

মৃত্যুর বিদ্রূপ

অন্ধকার গলিয়ে তেড়ে আসে রক্তের স্রোত
লাশের গলিত দেহ,
তেড়ে আসে নির্মমতার হিংস্র ক্ষোভ
সমস্ত দিন জ্বল জ্বলে রোদ
অদূরে দাঁড়িয়ে আছে ৭১ এর শহীদদের স্মৃতিসৌধ;
অতল গহ্বরে পৌছায়না আলো
কয়েকটি প্রাণ তখনো ঝুলে আছে মৃত্যুর প্রতীক্ষায়…
কেউ নেই কোথাও
বুকের উপর সমস্ত ধ্বংসাবশেষ!
এই মুহূর্তের সবচেয়ে ক্ষুদ্র পৃথিবী এটি
ক্লান্তির বিমূর্ত চোখে জগতের তাবৎ তন্দ্রা
প্রিয়জনের মুখ
সন্তানের নিষ্পাপ হাসি, বাহানা
মুহূর্তেই নিঃশেষ সব! পলকের ভাবনা!!

কানে বাজে যন্ত্রণার আহাজারি
কে…?
কে…… ওখানে……?
মাথা তোলার জায়গা নাই, যেন-
আকাশের মুখ ঢেবে আছে জমিনের বুকে
হাত দুটো ফেঁসে আছে কংক্রিটের ভীমের তলে
মাছিদের ভন ভনে উল্লাস ধ্বনি
ব্যঙ্গ বিদ্রূপে করছে মাছি হয়ে জন্মানোর জয়োধ্বনি!
দুমড়ে মুচড়ে গুলিয়ে উঠে ভেতরটা
আপাদমস্তক বিদীর্ণতার নির্মম রুক্ষ্ণতা।

একটু দূরে
এক জোড়া চোখ ফ্যল ফ্যল করে তাকিয়ে আছে
………….
গুমোট হাওয়ায় কাঁপে চোখের পাপড়ি
শবযাত্রার মিছিলে দিয়েছে সে পাড়ি।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “মৃত্যুর বিদ্রূপ

  1. আপনার লেখা গুলোতে সব রকমের উপকরণ থাকে। অভিনন্দন কবি দা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. "ক্লান্তির বিমূর্ত চোখে জগতের তাবৎ তন্দ্রায় প্রিয়জনের মুখ
    সন্তানের নিষ্পাপ হাসি, বাহানা … মুহূর্তেই নিঃশেষ সব! পলকের ভাবনা!!"

    দুঃসময়ের স্মৃতিভার আমাদের জাতীয় জীবন থেকে দূর হোক। নন্দিত হোক জীবন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।