তাপসিনী রাঁধিকা

তাপসিনী রাঁধিকা

শরৎ সন্ধ্যা, উদাস নীল আকাশ
ছল ছল চোখ,
কাশ ফুল, ছায়া রেণু পুষ্প যূথিকা
শুভ্র শ্বেত মেঘ।

বেদনা বিধূর তোমার’ই এই প্রণয়
ওগো ও ক্ষণিকায়,
সিক্ত সেফালী,চাঁপা নিশি ভোরে
ফোঁটা কেয়া রেণুকায়!

সেই কবে থেকে আজ,ঢের সময়ে
লীন হয়েছে প্রেম,
ক্ষণিকের ও দেখায় দুকূল ছাপায়ে
ফটিক জলে এলেম!

একটি সন্ধ্যা, প্রতি সন্ধ্যায় করে মনে
তাপসিনী যুথিকা,
বর্ষা নূপুর খুলে আজ শরৎ কন্যা ওগো
ধ্যান মগ্ন রাঁধিকা …!

অবসর, নিজ ঘর,
২৪/০৮/১৮

9 thoughts on “তাপসিনী রাঁধিকা

  1. শিরোনাম এবং লেখার কন্টেন্ট চমৎকার হয়েছে। আপনার পোস্ট এফবিতে শেয়ার দিতে পারেন দাদা। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় 

      1. আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানবেন,,,,♥♥

  2. "তাপসিনী রাঁধিকায় শরৎ সন্ধ্যা আর উদাসী নীল আকাশের ছল ছল চোখ
    … কাশ ফুল, ছায়া রেণু পুষ্প যূথিকা শুভ্র শ্বেত মেঘ।" ___ চমৎকার চয়ন প্রিয় কবি। :)

    1. অনুপ্রাণিত হলাম স্যার,,কৃতজ্ঞতা জানবেন,,,

  3. ক্ষণিকের ও দেখায় দুকূল ছাপায়ে
    ফটিক জলে এলেম!

    * অপূর্ব শব্দ চয়ন… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।