অপেক্ষা—

তোমাকে পাওয়ার আশায় ছেড়েছি দেবালয়, ছেড়েছি স্বীয় কুল
তোমার সনে মিলিতে, সদা ছিলেম আমি ব্যাকুল;
নব্বই ডিগ্রী সূর্য তাপে হইনি বিচলিত, ঠাঁই দাঁড়িয়েছিলেম পথে
বৈশাখী ঝড়ের ভয়ে সবাই যবে দিশেহারা; তখনো আমি তোমার অপেক্ষাতে।

সন্ধ্যা ঘনিয়ে এল আবিরের রাগে, পাখিরা ফিরেছে আপন নীড়ে
জোনাকি মেয়েরা রচিছে বাসর স্বীয় আলো জ্বেলে; জগত জুড়ে
ঠিকানাহীন শেষ পথিক; এখন আর নেই পথে, ঠিকানা নিয়েছে অন্ধ গলিতে
তখনো আমি রয়েছি পথে দাঁড়িয়ে; শুধু তোমারি অপেক্ষাতে।

অনন্যা, এখন গভীর রাত, চারিদিকে শুধুই নীরবতা;
চোখে পড়েনা সপ্তর্ষির শেষ চিহ্ন টুকু, নেমেছে যেন শূন্যতা
আর আমি ভাবি এই বুঝি হয়ে এলো ভোর, উঁকি দিচ্ছে রবি
চোখ খুলে দেখিবে এখনও আমি রয়েছি দাঁড়িয়ে, নয় কোন ছবি।

বেলা গেল, রাত্রি হল; রাত্রি হল গত, আর আমি ভাবি—
শীতের রিক্ততার শেষে যদি ফুল ফোটাতে পারে অটবি
মরা গাঙে যদি জোয়ার আসে, খরার মাঝে জ্যৈষ্ঠ মাসে
তবে কেন স্বপ্নের বাসর রচিবেনা; অপেক্ষা শেষে।।

10 thoughts on “অপেক্ষা—

  1. মন্তব্য বা প্রতি-মন্তব্যে আপনার শব্দসংক্ষেপ আমাকে অনুপ্রাণিত করে। ধন্যবাদ কবি।

    1. * সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ। আমার মিতভাষী হলে আমাদের চলবে কী করে। আমরা যে আপনাদের মতো কিছু গুণীজনদের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে চলছি। ব্যক্তিজীবনেও আমি খুব কম কথা বলি বলে কখনো গল্প উপন্যাস লেখার সাহস করি। কবিতা লেখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রবাসজীবনের রুক্ষতাতো আছে, আছি আবার মরুর দেশে। শুভ কামনা সবসময় প্রত্যাশী।

    1. * সুপ্রিয় কবি দি, অনেক অনেক ধন্যবাদ। প্রবাসজীবনে অনেক কিছু লিখার ইচ্ছা থাকলেও লিখা হয়ে ওঠেনা। আপনাদের মন্তব্যের অনুপ্রেরণা  নিয়ে বেশ ভালো আছি। ভালো থাকুন নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. ঠিকানাহীন শেষ পথিক; এখন আর নেই পথে, ঠিকানা নিয়েছে অন্ধ গলিতে
    তখনো আমি রয়েছি পথে দাঁড়িয়ে; শুধু তোমারি অপেক্ষাতে
    ……/এই বিষয়টি নিয়ে বেশ ভাবলাম।

    শুভকামনা কবির জন্যhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. * আমাদের প্রতীক্ষা অনন্তসময়ের। এখানে বোধ হয় ভাবার অবকাশ ছিল।                  সুপ্রিয়, ভালো থাকুন সবসময়। 

      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।