এপার-

2448267

এপার–

অতল ছুঁয়েছে জল।
বাঁধ ভেঙ্গেছে পূর্ণিমা চাঁদ
ভেসে গেছে গুপ্ত চর,
কুসুমিত মখমল।

ওপার–

অহম ভোগাচ্ছে তোমায়
মন পোড়াচ্ছে মন।

দা উ দু ল ই স লা ম।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “এপার-

  1. ভালোই বলছ মন পোড়াচ্ছে মন – মনেরই এই ক্ষমতা থাকে । 

    বেশ ভালো কবিতা । 

    শুভেচ্ছা রইলো । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।