এপার–
অতল ছুঁয়েছে জল।
বাঁধ ভেঙ্গেছে পূর্ণিমা চাঁদ
ভেসে গেছে গুপ্ত চর,
কুসুমিত মখমল।
ওপার–
অহম ভোগাচ্ছে তোমায়
মন পোড়াচ্ছে মন।
দা উ দু ল ই স লা ম।
এপার–
অতল ছুঁয়েছে জল।
বাঁধ ভেঙ্গেছে পূর্ণিমা চাঁদ
ভেসে গেছে গুপ্ত চর,
কুসুমিত মখমল।
ওপার–
অহম ভোগাচ্ছে তোমায়
মন পোড়াচ্ছে মন।
দা উ দু ল ই স লা ম।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দারুণ এক সংক্ষিপ্ত কাব্য। অভিনন্দন স্যার।
সালাম ও শুভেচ্ছা নিন স্যার
ভালোই বলছ মন পোড়াচ্ছে মন – মনেরই এই ক্ষমতা থাকে ।
বেশ ভালো কবিতা ।
শুভেচ্ছা রইলো ।
সুন্দর।