সবাই বন্ধু নয়, কেউ কেউ বন্ধু

সবাই বন্ধু নয়, কেউ কেউ বন্ধু!! দাউদুল ইসলাম

কতকাল গত হয়েছে বন্ধুতার অভিসারে
কত আর?
চোখে ফলকই তো!
অথচ
জন্ম জন্মান্তরে রেখেছি প্রাণে
দেখেছি অন্তরে।
কত দিন হাসিনি
কতকাল কাদিনি এমন করে
মৃত্যুপরে যেভাবে করেছিস স্পর্শ
মৃত্তিকার কাতরে…
এতো বাগ
এতো বাগিছা রেখে ঘুমিয়েছিস হিমঘরে
সেই সহস্র মাইল দূরে!…
কাদামাটির গন্ধমেখে কোল পেতেছে বাংলা
আঁজলা পেতে আমি রয়েছি চেয়ে
বন্ধু তোর পথ পাণে।
কতদিন কত কথা কয়েছি কানে কানে
কত ব্যথা সয়ে সয়ে হেসেছিস মিছে মায়াবীনে;
কত আশ
কত দীর্ঘশ্বাস চেপে চেপে রেখেছিলি
আমাকে বোকা ভেবে
কত অনুনয়
কত বিনয়ের গল্প বলে ভোলাতে পেরেছিস কবে?
ভুলবো কি?
কি করে…কেমন করে??
সেই অবুঝ বেলার সবুজ সকালের শিশির ভেজা ঘাসফুলে বসেছিলো যে দু’টি সোনালি প্রাণ
তারই দোলাচলে কেটেছে দু জিবন
রচিয়েছি অনিন্দ্য উদ্যান।
ঐযে
দীঘিরজলে নীল মেঘের ভেলা
সূর্যের ললাট চুম্বনে ঐযে দেখ রূপোলী মাছের খেলা…
কে ভুলিবে সন্ধ্যে তারার মতন অজস্র কথোপকথন
বিন্দু হতে সিন্ধু!…
যেতে যেতে জানান দিয়েছিস
সবাই বন্ধু নয়, কেউ কেউ বন্ধু!!

<em>আমাদের বাল্যবন্ধু, জীবনের অজস্র দিন- সময়- মুহূর্তের সাথী, হাজারো দিনের হাজারো স্মৃতির অংশীদার, নব্বই দশক তথা আওয়ামীলীগ ছাত্রলীগের দুঃসময়ের সহ যোদ্ধা, বর্তমান বৈশাখী টেলিভিশন এর পরিচালক জনাব টিপু আলম মিলনের ছোট ভাই নাজমুল আলম সোহেল গত পহেলা নভেম্বর সকালে ইতালিতে ইন্তেকাল করেছে। ইন্নানিল্লাহে ওয়ানিল্লাহি রাজেউন।

ওপারে ভাল থাকিস বন্ধু…..

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “সবাই বন্ধু নয়, কেউ কেউ বন্ধু

  1. খুব দুঃকের কবি ভাই আত্মার শান্তি কামনা কবি,,,,,,,,,

  2. সবাই বন্ধু নয়, কেউ কেউ বন্ধু! অমোঘ এই সত্য বাণীর প্রতি শ্রদ্ধা রেখেই প্রয়াত বন্ধু'র প্রতি জানাই হৃদয়ের শুভেচ্ছা। পরপারে তিনি ভাল থাকুন। 

  3. * তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি…

মন্তব্য প্রধান বন্ধ আছে।