মৌ চাক
প্রায় প্রতিদিন লোভ লাগে
মৌ চাকে
হস্তক্ষেপ করে চমকে দিই নৈস্বর্গের উদ্যান!
সর্বদা মিসমিস করা ছোঁয়ার স্নায়ু,
অহর্নিশ
জাগিয়ে রাখে অন্তস্থ নির্বাণ
আস্ত পাহাড় টলিয়ে দেয়ার উত্তেজনায়।…
তোমাকে দেখি
অনুপম উৎকর্ষে- গানে ও গমনে,
মনোরম বাগানের স্ফুটিত ফুলের সুষমায়।
আমারও মনে উৎফুল্ল জাগে
চরম!
লোভ লাগে টাটকা মধু সূদনে
একবার অপাদমস্তক মাতাল হই!
চমকে ঠমকে হই ব্যতিব্যস্ত,
বুকে জোনাকির গুঞ্জন
রেখে
ভোমরার মত মুখর হই… আস্ত মৌ চাকে!!
চমৎকার লিখেছেন প্রিয় দাউদ ভাই। গুড ইভনিং।
ভালোবাসায় সহস্র শুভেচ্ছা প্রিয় স্যার।
সুন্দর হয়েছে কবি দা। শুভেচ্ছা রাখলাম।