ইন্দ্রিয়ের কসম
ঘুম ভাঙ্গানিয়া আদরে ডান পিঠে প্রেম দুষ্ট স্মিত,
ভেজা চুলের তুমুল গন্ধে ডুবে গেছে সমস্ত অতীত;
সুর জাগানিয়া সকালে, কবিতার নির্মল ছন্দে
আমাকে মহিমান্বিত করেছে বসন্তের সঙ্গীত।
এবার দম নেবো পূর্ণোদ্দমে
উচ্ছ্বাসিত ইন্দ্রিয়ের কসম-নৈসর্গিক প্রেমে
উদ্ধার করবো সমগ্র ঋতুমতী নদী!
উচ্ছ্বাসিত ইন্দ্রিয়ের কসম-নৈসর্গিক প্রেমে
উদ্ধার করবো সমগ্র ঋতুমতী নদী!
শুভেচ্ছা সহ অভিনন্দন প্রিয় স্যার মি. দাউদুল ইসলাম। শুভ সকাল।
অল্পকথায় চমৎকার অনুভূতির প্রকাশ কবি দা
চমৎকার কবিতা প্রিয় কবি দা। অনেক শুভেচ্ছা আপনার জন্য।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দাউদ ভাই।
সুন্দর কবিতা।
শুভেচ্ছা দাউদ ভাই।