জীবনের জন্য পঙ্ক্তিমালা – পাঁচ

অন্ধকার দেহ দ্রোহে।

দয়া দিলে যদি
প্রভু এ মনে,
তবে কেন চলি
ঘৃণা ল’য়ে বুকে!
আলো দিলে যদি
প্রভু এ চোখে,
তবে কেন দেখি
অন্ধকার দেহ দ্রোহে!

/ড. মোঃ সফি উদ্দীন

10 thoughts on “জীবনের জন্য পঙ্ক্তিমালা – পাঁচ

মন্তব্য প্রধান বন্ধ আছে।