প্রাণের আকুতিই হচ্ছে সংস্কৃতির মূল স্পন্দন!
কি আজব কাণ্ড!
চারদিকে এতো উৎসব এতো ডামাডোল!
এতো আয়োজন, রঙ ঢঙ..
হৈচৈ.. গান
অথচ
কোথাও বঙাব্দের সুর নাই
আবহমান বাংলার ঐতিহ্য নাই
সংস্কৃতির আবেদন নাই!!
একধরনের অপসংস্কৃতির প্রতিযোগিতা সর্বত্রই!
সংস্কৃতির মঞ্চ গুলো ছিনতাই হয়ে গেছে
কোথাও স্বকীয়তা নাই
কোন আত্মিক মমতা নাই
জাতিগত কোন প্রতিচ্ছবির চিহ্ন অব্ধি নাই!
অথচ
সবাই কবি
সবাই সাহিত্যিক, সবাই শিল্পী, সংস্কৃতকর্মী! হাহাহা…
একদিনের বাঙালিয়ানা সাজতে গিয়ে
বাঙালির হাজার বছরের ঐতিহ্য কে লালিত প্রথা কে ভেঙে চুরমার করে দিচ্ছে
আঘাত হানতে হানতে বিধ্বস্ত করে পেলেছে জাতিসত্তার শেকড়!
তবুও আমরা মন বোঝাই। মন কে বোঝাতে বৈশাখে ঘরের বাহির হই। নতুন বানী শুনি, স্বপ্ন আকি, আশার বুক বাঁধি।
শংকিত চোখে একদিকে দেখি ধর্মীয় গোঁড়ামি অন্যদিকে দেখি জাতীয়তাবাদের আকুতি
এরিই মাঝে আহত হই, বিভ্রান্ত হই
যখন পুঁজিবাদিরা তাদের অবৈধ অর্থকে হালাল করতে
এধরনের সংস্কৃতির মঞ্চ গুলো কিনে নেয়, ওরা অবলীলায় দখল করে নেয় আমাদের হাজারো ত্যাগ তিতিক্ষার মঞ্চ!..
বশ করে নেয় রাজনৈতিক মাথা গুলো
যাদের অগাধ অর্থ আর ক্ষমতার তেজস্ক্রিয়তায় সংকুচিত হয়ে থাকে আমাদের অজস্র কোমলমতি মন।
সে সব মাথা গুলো বশ করে
পুঁজিবাদেরা ইতিমধ্যে নামের আগে নানান বিশেষণ যুক্ত করেছে, অর্জন করেছে নানারকম বাহবা! হাহাহা..
কারণ আমরা নিজেরা যতোটা না তার অধীক অর্জনের নেশায় বুদ হয়ে আছি। যেহেতু ওদের কালো টাকার অভাব নাই, যেহেতু ওরা ক্ষমতাবান, যেহেতু ওরা শিক্ষা, সংস্কৃতি, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ থেকে শুরু করে পাড়ার ক্লাব অব্ধি আধিপত্যের ক্ষমতা রাখে, সেহেতু
এদেশ, এই জাতিসত্তা এই ঐতিহ্য, এই সংস্কৃতি এখন শুধুই মাত্র একটি সিড়ি, একটি মুখোশ
যার আড়ালে চলছে অবিরাম স্বার্থ সিদ্ধির পাঁয়তারা।
তবুও
বাংলা নববর্ষ উপলক্ষে আমার শুভেচ্ছা তাদের জন্য
যাদের সুবেহ সাদেকের আগে ঘুম ভাঙে, বিছানা ছাড়ে
যারা মাটি আর কাদাজলে অন্ন খোঁজে
যাদের রক্ত ঘামে আমাদের পাতে ভাত রুটির বন্দোবস্ত হয়। আমার শুভেচ্ছা তাদের জন্য যারা
কবি নয় অথচ কবিতার আকুতিতে দিনিমান নতজানু হয়ে থাকে হৃদয়ের বৃন্তে, যারা আড়ষ্ট শিল্পের কৌমার্য হতে আজো খুজে বের করে জন্ম জন্মান্তরের ইতিহাস!
যারা খরতাপে পুড়ে পুড়ে
এক ঢোক শীতল জলের আশায় ঘরে ফেরে মায়ের আচলে, বধূর কাছে…
যাদের আকণ্ঠ উচ্চারণই এই বাংলার ধ্বনিত সুর
যাদের অবলীলার ভাষাই
এই সংস্কৃতির আদিম শক্তি! আমার শুভেচ্ছা আমার সকল প্রেম সকল ভাষা তাদের জন্যই!…
শুভ নববর্ষ! …
প্রাণের আকুতিই হোক সংস্কৃতির মূল স্পন্দন। ভালোবাসা স্যার।
অনেক ভালবাসা ও শুভেচ্ছে রইলো স্যার

এম ইঞ্জা
নতুন আলোয়
অনেক ভালবাসা ও শুভেচ্ছে রইলো দাদা
শুভ নববর্ষ কবি দাউদ ভাই।
নববর্ষ কবি।
শুভ নববর্ষ।
নববর্ষের শুভেচ্ছা কবি দা।