বর্ষাস্নাত হিজল
আমাকে ভুলেছ তুমি
বর্ষাস্নাত হিজল,
আমার আতপ্ত তুমি
হাস্য উজ্জ্বল,
আকাশ দিয়েছে পাড়ি
শূন্য হাতে,
গভীর স্নেহান্ধ আনাড়ি
চুমুতে,
অবশেষে দাঁড়াই ঘুরে
মুখোমুখি-
নির্লিপ্ত হিজল স্বপ্নাতুরে
জড়িয়ে রাখি
অনন্ত সুখে মাখামাখি।
বর্ষাস্নাত হিজল
আমাকে ভুলেছ তুমি
বর্ষাস্নাত হিজল,
আমার আতপ্ত তুমি
হাস্য উজ্জ্বল,
আকাশ দিয়েছে পাড়ি
শূন্য হাতে,
গভীর স্নেহান্ধ আনাড়ি
চুমুতে,
অবশেষে দাঁড়াই ঘুরে
মুখোমুখি-
নির্লিপ্ত হিজল স্বপ্নাতুরে
জড়িয়ে রাখি
অনন্ত সুখে মাখামাখি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার প্রিয় কবি প্রিয় স্যার দাউদুল ইসলাম।
ভালোবাসা ভালোবাসা কবি দাউদ ভাই।
আমার আতপ্ত তুমি হাস্য উজ্জ্বল। সরল অসাধারণ কবিতা কবি দাউদ দা। ঈদ মুবারাক।
ভালো লিখেছেন ডা. দাউদ ভাই। সালাম।
অভিনন্দন দাউদ ভাই।
সুন্দর।